জোড়া গোলে মায়ামিকে ফাইনালে তুললেন মেসি

২৮ আগস্ট ২০২৫

জোড়া গোলে মায়ামিকে ফাইনালে তুললেন মেসি

নির্ধারিত সময় শেষ হতে তখন বাকি আর ১৫ মিনিট। সে সময় এক গোলে পিছিয়ে থাকা ইন্টার মায়ামির ত্রাতা হয়ে হলেন লিওনেল মেসি। পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরানোর পর দলকে এগিয়েও দিলেন আর্জেন্টাইন মহাতারকা। দলের সবচেয়ে বড় তারকার দুর্দান্ত নৈপুণ্যে দ্বিতীয়বারের মতো লিগস কাপের ফাইনালে উঠেছে মায়ামি।

লিগস কাপের সেমি-ফাইনালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে শেষ হওয়া ম্যাচে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারায় মেসির দল।

মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর শীর্ষ লিগের ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের তিন আসরের মধ্যে দুবার ফাইনালে উঠল মায়ামি। ২০২৩ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দিয়েই দলকে লিগস কাপের প্রথম আসরের শিরোপা জিতেছিলেন মেসি।

এর আগে অরল্যান্ডোর বিপক্ষে এমএলএসের এই মৌসুমের দুই ম্যাচেই হেরেছিল মায়ামি। গোল হজম করেছিল সাতটি।

আক্রমণ-পাল্টা আক্রমণের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথমার্ধের যোগ করা সময়ে পিছিয়ে পড়ে মায়ামি। বিরতির পর জর্দি আলবার পাস থেকে বক্সের ভেতর বল পেলেও জোরাল শট নিতে ব্যর্থ হন লুইস সুয়ারেস।

চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফেরা মেসিকে শুরুতে নিজের সেরা ছন্দে দেখা যায়নি। তবে ৭৫তম মিনিটে বদলে যায় দৃশ্যপট। বক্সের ভেতর তাদেও আইয়েন্দেকে ফাউল করলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডেভিড ব্রেকালো। একই সঙ্গে পেনাল্টি পায় মায়ামি। গোল করেন মেসি।

১০ জনের অরল্যান্ডোকে আরও চেপে ধরে মেসি-সুয়ারেসরা। ৮৮তম মিনিটে আলবার সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বক্সের ভেতর জটলা থেকে বাঁ পায়ের শটে বল জালে জড়ান মেসি। যোগ করা সময়ের প্রথম মিনিটে সুয়ারেসের সহায়তায় দলের তৃতীয় গোলটি করেন ভেনেজুয়েলার তরুণ মিডফিল্ডার তেলাস্কো সেগোভিয়া।

আগামী রোববার শিরোপা লড়াইয়ে মেসির দল মুখোমুখি হবে এমএলএসের আরেক দল সিয়াটল সাউন্ডার্সের।

মন্তব্য করুন: