মায়ামিকে শিরোপা জেতাতে পারলেন না মেসি
১ সেপ্টেম্বর ২০২৫

লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে লিগস কাপের ফাইনালে উঠেছিল ইন্টার মায়ামি। কিন্তু শিরোপা লড়াইয়ের মঞ্চে আর্জেন্টাইন মহাতারকার নিষ্প্রভ থাকার দিনে ব্যর্থ হলো তার দলও। তাদেরকে বিধ্বস্ত করে শিরোপা জিতেছে সিয়াটল সাউন্ডার্স।
সিয়াটলে বাংলাদেশ সময় সোমবার সকালে শেষ হওয়া ম্যাচে মায়ামিকে ৩-০ গোলে হারায় স্বাগতিকরা।
৬৮ শতাংশ সময় বল দখলে রাখা মায়ামি গোলের জন্য শট নেয় ১০টি। কিন্তু একটিও লক্ষ্যে রাখতে পারেনি তারা। অন্যদিকে ১১টি শটের মধ্যে সাতটিই লক্ষ্যে রাখে সিয়াটল।
২৬তম মিনিটে এগিয়ে যাওয়া সিয়াটল দ্বিতীয় গোলের দেখা পায় ৮৪তম মিনিটে, পেনাল্টি থেকে। এর মিনিট পাঁচেক পর তৃতীয় গোলের দেখা পায় তারা।
চোটের কারণে টুর্নামেন্টে ৪ ম্যাচের বেশি খেলতে পারেননি মেসি। এর মধ্যে দুটি গোল করার পাশাপাশি সমান সংখ্যক অ্যাসিস্টও করেন তিনি।
জোড়া গোল করে দলকে ফাইনালে তোলা মেসি ম্যাচজুড়ে ছিলেন অনেকটাই নিষ্প্রভ। দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের ভালো সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু ছয় গজ বক্সের বাইরে নেওয়া শট পোস্টের ওপর দিয়ে উড়িয়ে মারেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। এছাড়া ম্যাচে আর তেমন কিছু করতে পারেননি তিনি।
মাঠের লড়াই ছাপিয়ে আলোচনায় উঠে আসে ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মারামারির ঘটনা, যার কেন্দ্রবিন্দুতে আছেন লুইস সুয়ারেস।
শেষ বাঁশি বাজার পর উত্তেজনা ছড়ায় দুই দলের খেলোয়াড়দের মাঝে। মেজাজ হারানোর খ্যাতি থাকা লুইস সুয়ারেস খেলা শেষ হওয়ার পর তেড়ে গিয়ে সিয়াটল মিডফিল্ডারে ওবেদ ভার্গাসের গলা পেছন থেকে চেপে ধরেন। এরপরই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি, চিৎকার-চেঁচামেচি শুরু হয়।
লিগস কাপের মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনার তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন: