ম্যানসিটি ছেড়ে ফেনেরবাচেতে ব্রাজিল গোলরক্ষক এদেরসন

২ সেপ্টেম্বর ২০২৫

ম্যানসিটি ছেড়ে ফেনেরবাচেতে ব্রাজিল গোলরক্ষক এদেরসন

ব্রাজিলের গোলরক্ষক এদেরসন ম্যানচেস্টার সিটি থেকে তুর্কি ক্লাব ফেনেরবাচেতে যোগ দিয়েছেন

সিটিতে আট বছরের ক্যারিয়ারে ক্লাবকে ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা দুটি এফএ কাপ এবং একটি চ্যাম্পিয়নস লিগ জিততে সাহায্য করেছেন ৩২ বছর বয়সী এদেরসন

ফেনেরবাচে এদেরসনের জন্য কোটি ২১ লাখ পাউন্ড দিতে রাজি হয়েছে। ২০১৭ সালে বেনফিকা থেকে কোটি লাখ পাউন্ডে তাকে দলে নিয়েছিল সিটি ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি ৩৭২ ম্যাচ খেলেছেন

সিটি কোটি ৬০ লাখ পাউন্ড খরচ করে ইতালির গোলরক্ষক জানলুইজি দোনারুম্মাকে পিএসজি থেকে দিয়ে পাঁচ বছরের চুক্তিতে দলে নেয়

বিদায়ী বার্তায় এদেরসন বলেন, “ম্যানচেস্টার সিটি ছাড়ছি ভীষণ গর্ব নিয়ে, আমরা একসঙ্গে যা অর্জন করেছি তার জন্য। এতবার এই জার্সি পরতে পারাটা আমার জন্য সম্মানের।

পেপের (কোচ পেপ গুয়ার্দিওলা) অধীনে আমরা প্রিমিয়ার লিগে আধিপত্য করেছি এবং ইউরোপ জয় করেছি এটা ছিল অসাধারণ।

প্রিমিয়ার লিগে ২৭৬ ম্যাচে মধ্যে ১২২টিতে কোনো গোল হজম করেননি এদেরসন

মন্তব্য করুন: