আর্জেন্টিনায় মেসির আরেকটি শেষ ম্যাচের আশায় স্কালোনি
৪ সেপ্টেম্বর ২০২৫

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি লিওনেল মেসি। তবে ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ঘরের মাঠে তার শেষ ম্যাচ হতে পারে বলে ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। তবে কোচ লিওনেল স্কালোনির প্রত্যাশা, ঘরের মাঠে দর্শকদের সামনে থেকে বিদায় নেওয়ার আরেকটি সুযোগ পাবেন আর্জেন্টাইন মহাতারকা।
বাংলাদেশ সময় শুক্রবার সকালে বুয়েনোস আইরেসে ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। এরপর দেশের মাটিতে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আপাতত কোনো ম্যাচ খেলার সূচি নেই। ফলে এটিই হতে পারে ঘরের সমর্থকদের সামনে মেসির শেষ ম্যাচ।
এই নিয়ে গত সপ্তাহে ৩৮ বছর বয়সী এই ফুটবলার বলেন, “আমি জানি না ভেনেজুয়েলার পর (আর্জেন্টিনায়) কোনো প্রীতি ম্যাচ বা আর খেলা হবে কিনা। তবে এটা খুব বিশেষ ম্যাচ, তাই আমার পরিবার আমার সঙ্গে থাকবে। আমার স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাইবোন। আমরা একসঙ্গে এটা উপভোগ করব। এরপর কী হবে জানি না।”
বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার মাটিতে মেসির সম্ভাব্য শেষ ম্যাচের প্রসঙ্গে কোচ স্কালোনি আবেগাপ্লুত হয়ে বলেন, “হ্যাঁ, লিও যা বলেছে তাতে, এটা বিশেষ একটা ম্যাচ হতে যাচ্ছে, আবেগের এবং সুন্দর। কারণ এটা সত্যি যে এটা আমাদের বাছাইয়ের শেষ ম্যাচ। আমাদের এটা উপভোগ করতে হবে। যে কারোর থেকে এটা আমি বেশি উপভোগ করব।… আশা করি, মানুষ স্টেডিয়ামে যাবে এবং উপভোগ করবে, কারণ এটা তার প্রাপ্য।”
আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে কোচিং করানোটা সম্মানের ছিল জানিয়ে স্কালোনি বলেন, “আগামীকাল ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে। রোমাঞ্চকর। আমি নিশ্চিত আর্জেন্টিনায় এটা তার শেষ ম্যাচ হবে না। তবে সে যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে এটাই তার শেষ ম্যাচ, আমরা নিশ্চিত করব তা যেন না হয়। আমরা আরেকটি খেলব কারণ এটা সঠিক মুহূর্তে করা করতে হবে। কারণ এটা তার প্রাপ্য।”
ইতোমধ্যেই ২০২৬ বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করা আর্জেন্টিনা একুয়েডরে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর ৫টায় বাছাইপর্বের শেষ ম্যাচ খেলতে নামবে।
মন্তব্য করুন: