নেইমারকে ব্রাজিল দলে না রাখার কারণ জানালেন আনচেলত্তি
৪ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের দলে নেইমারকে না রাখার কারণ খোলাসা করেছেন কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান কোচের দাবি, চোটের কারণে নয়, বরং কৌশলগত কারণেই সেলেসাওদের হয়ে সর্বোচ্চ গোলদাতাকে দলে রাখেননি তিনি।
গত ২৬ আগস্ট নেইমারকে ছাড়াই ২৫ সদস্যের দল ঘোষণা করা হয়। ফলে জাতীয় দলের জার্সিতে তার মাঠে নামার অপেক্ষার প্রহর আরও বেড়ে দাঁড়ায়। ২০২৩ সালের অক্টোবর হাঁটুর মারাত্মক চোটে পড়ার পর থেকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে আর মাঠে নামা হয়নি এই তারকা ফরোয়ার্ডের।
তখন সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেছিলেন, “গত সপ্তাহে নেইমারের একটি ছোট চোটে পড়েছে। এগুলো বাছাইপর্বের শেষ দুটি ম্যাচ এবং এগুলো বেশ কঠিন হবে। তাই আমাদের এমন খেলোয়াড় প্রয়োজন যারা নিজেদের সেরা অবস্থানে রয়েছে, যেন সর্বোচ্চ পর্যায়ে আমরা ভালো পারফর্ম করতে পারি।”
তবে গত সোমবার ফ্লুমিনেন্সের বিপক্ষে সান্তোসের হয়ে ম্যাচ খেলার পর জাতীয় দলে জায়গা না পাওয়া প্রসঙ্গে নেইমার বলেন, “আমি মনে করি আমাকে বাদ দেওয়ার কারণ সম্পূর্ণ কৌশলগত। আমার মনে হয় না, এর সঙ্গে আমার শারীরিক অবস্থার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে।”
বাংলাদেশ সময় শুক্রবার সকালে ঘরের মাঠে বাছাইপর্বের ম্যাচে চিলির মুখোমুখি হবে আগেই বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করা ব্রাজিল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উঠে আসে নেইমারের সবশেষ মন্তব্যটিও। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে দলে না রাখার কারণ ব্যাখ্যায় আনচেলত্তি বলেন, “এটা ছিল কৌশলগত সিদ্ধান্ত, যা অনেক কিছু ভেবে নিতে হয়েছে।”
“নেইমারের কৌশলগত যোগ্যতা নিয়ে কারও প্রশ্নের সুযোগ নেই। আমরা প্রতিদিন এবং প্রতি ম্যাচে যেটা মূল্যায়ন করি, সেটা হলো শারীরিক ফিটনেস। এটা শুধু তার জন্য নয়, সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা শুধু খেলোয়াড়ের গুণই নয়, শতভাগ ফিট থেকে নিজের জন্য না খেলে দলের জন্য খেলতে পারছে কি না সেটাও দেখি।”
মন্তব্য করুন: