বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তায় মেসি

৫ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তায় মেসি

ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে বেশ দাপুটে পারফরম্যান্সে আর্জেন্টিনাকে জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। তবে ম্যাচ শেষে ভক্ত-সমর্থকদের জন্য কিছুটা দুঃসংবাদ নিয়ে এসেছেন আর্জেন্টাইন মহাতারকা। আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযানে নিজের অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তায় আছেন তিনি।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে বুয়েনোস আইরেসে শেষ হওয়া ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেন মেসি। অন্য গোলটি আসে লাউতারো মার্তিনেসের পা থেকে।

১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে শীর্ষে থাকা আর্জেন্টিনা বেশ আগেই বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে। বাংলাদেশ সময় আগামী বুধবার ভোরে বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে লিওনেল স্কালোনির দল।

মেসির হাত ধরে গত বিশ্বকাপে ৩৬ বছরের অবসান ঘটিয়ে শিরোপার স্বাদ পায় আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার অভিযানে হয়তো তাকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজানো শুরু করে দিয়েছেন কোচ স্কালোনি। কিন্তু টুর্নামেন্টে নিজের খেলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি মেসি।

ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, “যেভাবে আমি আগেও বিশ্বকাপ নিয়ে বলেছিলাম, আমি আরেকটা খেলব বলে মনে করি না। আমার বয়সের কারণে সবচেয়ে যৌক্তিক ব্যাপার হলো আমি আর পারব না। কিন্তু যাই হোক, আমরা প্রায় সেখানে পৌঁছে গেছি, তাই এটা খেলতে পেরে আমি রোমাঞ্চিত ও অনুপ্রাণিত। যেমনটা আমি সবসময় বলি, আমি দিন দিন এগোই, নিজের অনুভূতি অনুযায়ী চলি।

বয়সের ভারে সাম্প্রতিক সময়ে ছোটখাট চোট লেগেই থাকছে মেসির। ২০২৪ কোপা আমেরিকার পর থেকে চোটের কারণে আর্জেন্টিনা ও ক্লাবের হয়ে বেশ কিছু ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। মাংশপেশির চোটের কারণে কয়েকদিন আগেও ইন্টার মায়ামির হয়ে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড। তাই আপাতত মৌসুমটা ভালোভাবে শেষ করায় মনোযোগী তিনি।

আমি ভালো অনুভব করার চেষ্টা করছি। সবচেয়ে বড় কথা নিজের কাছে সৎ থাকছি। আমি ভালো অনুভব করলে উপভোগ করি। কিন্তু না করলে সত্যিই ভালো সময় কাটে না। তাই যদি ভালো না লাগে, তবে থাকতে চাই না। তাই দেখা যাক। আমি এখনও বিশ্বকাপ নিয়ে কোনো সিদ্ধান্ত নেইনি।

মৌসুম শেষ করব, তারপর প্রাক-মৌসুম, এরপর ছয় মাস বাকি থাকবে। তখন দেখা যাবে কেমন লাগছে। আশা করি ২০২৬ সালে ভালো প্রাক-মৌসুম কাটাব এবং এই এমএলএস মৌসুমটাও ভালোভাবে শেষ করব, তারপর সিদ্ধান্ত নেব।

মন্তব্য করুন: