থুতু দেওয়ার ঘটনায় ক্ষমা চাইলেন সুয়ারেস
৫ সেপ্টেম্বর ২০২৫

লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের এক স্টাফের দিকে থুতু দেওয়ার ঘটনায় ক্ষমা চেয়েছেন ইন্টার মায়ামির ফরোয়ার্ড লুইস সুয়ারেস। গত রোববার শিরোপা লড়াই শেষে এই ঘটনা ঘটেছিল।
ফাইনালে সিয়াটলের মাঠে ৩-০ গোলে হেরেছিল মায়ামি। শেষ বাঁশি বাজার পর উত্তেজনা ছড়ায় দুই দলের খেলোয়াড়দের মাঝে। মেজাজ হারানোর খ্যাতি থাকা সুয়ারেস খেলা শেষ হওয়ার পর তেড়ে গিয়ে সিয়াটল মিডফিল্ডারে ওবেদ ভার্গাসের গলা পেছন থেকে চেপে ধরেন।
এরপরই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কি, চিৎকার-চেঁচামেচি শুরু হয়। এক পর্যায়ে সিয়াটলের এক স্টাফের দিকে থুতু দিতে দেখা যায় সুয়ারেসকে।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে এই ঘটনায় দুঃখপ্রকাশ করে উরুগুয়ের এই ফরোয়ার্ড লেখেন, “প্রথমে, আমি সিয়াটল সাউন্ডার্সকে তাদের লিগস কাপ জয়ের জন্য অভিনন্দন জানাতে চাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমি ম্যাচ শেষ হওয়ার সময় আমার আচরণের জন্য ক্ষমা চাইতে চাই।”
“এটি ছিল অনেক চাপ এবং হতাশার মুহূর্ত, যেখানে ম্যাচ শেষ হওয়ার ঠিক পরে এমন কিছু ঘটেছে যা ঘটতে উচিত ছিল না। কিন্তু এটি আমার প্রতিক্রিয়ার যৌক্তিকতা প্রদান করে না।
আমি একটি ভুল করেছি এবং আন্তরিকভাবে ক্ষমা চাইছি।
একই দিন সুয়ারেসের ক্লাব ইন্টার মায়ামি এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করে। পরিস্থিতি সমাধানে লিগ কর্তৃপক্ষের সঙ্গে কাজ করা হচ্ছে বলে জানায় মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি।
এখন পর্যন্ত তিনবার প্রতিপক্ষকে কামড়ানোর জন্য নিষিদ্ধ হয়েছেন সুয়ারেস। এছাড়াও একবার বর্ণবাদী আচরণের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তবে সেই অভিযোগ অস্বীকার করেছেন ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
সুয়ারেসকে কী শাস্তি দেওয়া হবে এবং তা কীভাবে কার্যকর হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। কারণ লিগস কাপের শৃঙ্খলাবিষয়ক কমিটি এমএলএস এবং মেক্সিকোর লিগা এমএক্স থেকে আলাদা।
বর্তমানে এমএলএস ইস্টার্ন কনফারেন্সে ২৫ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে আছে মায়ামি। আগামী ১৩ সেপ্টেম্বর শার্লট এফসির মাঠে খেলবে।
এই মৌসুমে এমএলএসে ২২ ম্যাচে ৬ গোল ও ১০ অ্যাসিস্ট করেছেন সুয়ারেস। এছাড়া লিগস কাপের ৬ ম্যাচে ৩টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন।
মন্তব্য করুন: