অঁরিকে স্পর্শ করে ফ্রান্সের হয়ে আরও শিরোপা জয়ে চোখ এমবাপ্পের
৬ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে ফ্রান্সকে জেতানো গোলে ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরিকে স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপ্পে। দেশটির ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। তবে এই তালিকায় সবার ওপরে থাকা অলিভিয়ে জিরুকে ছাড়িয়ে যাওয়ার চেয়ে জাতীয় দলের হয়ে শিরোপা জেতাতেই মনোযোগ এই তারকা ফরোয়ার্ডের।
শুক্রবার পোল্যান্ডে বাছাইপর্বে ইউক্রেনকে ২-০ গোলে হারায় ফ্রান্স। ম্যাচের ৮২তম মিনিটে রিয়াল মাদ্রিদ সতীর্থ অরেলিয়ে চুয়ামেনির পাস থেকে পাল্টা আক্রমণে দলের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে।
জাতীয় দলের জার্সিতে এটি তার ৫১তম গোল, যা তাকে অঁরির সঙ্গে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে দ্বিতীয় স্থানে তোলে। এই তালিকার শীর্ষে থাকা জিরুর গোল ৫৭টি।
ম্যাচ শেষে অঁরিকে স্পর্শ করার প্রসঙ্গে এমবাপ্পে বলেন, “অঁরিকে অনেক সম্মান জানাই! কিন্তু এখন আমি তাকে ছাড়িয়ে যেতে চাই! অঁরির মতো একজন খেলোয়াড়ের সমান হওয়া সম্মানের।”
“সবাই জানে তিনি আমাদের ফরাসিদের জন্য কী অর্থ বহন করেন, বিশেষ করে স্ট্রাইকারদের জন্য। তিনি সেই ব্যক্তি যিনি পথ দেখিয়েছেন, আর আমি তার প্রতি প্রচুর সম্মান ও শ্রদ্ধা পোষণ করি। এই মাইলফলকে এত তাড়াতাড়ি পৌঁছানো অবিশ্বাস্য। তবে আমার ভালো লাগছে। আমি চালিয়ে যেতে চাই এবং সবচেয়ে বড় কথা, ম্যাচ ও শিরোপা জিততে চাই।”
২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) পর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছেন জিরু। সেই টুর্নামেন্টের সেমি-ফাইনালে চ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরেছিল ফ্রান্স। এমবাপ্পে এখন স্পষ্টভাবেই জিরুকে ছাড়িয়ে যাওয়ার পথে এগোচ্ছেন।
২০১৭ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকে এমবাপ্পে ইতোমধ্যে গৌরবময় আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ে তুলেছেন। এর মধ্যে রয়েছে ২০১৮ সালের বিশ্বকাপ জয় এবং ২০২০-২১ নেশনস লিগ শিরোপা।
২৬ বছর বয়সী ফরাসি অধিনায়ক বলেন, “রেকর্ডটা এখন আরও কাছে চলে এসেছে। কিন্তু এটা নিয়ে আমি ভাবি না। আমি জানি না এটা কি এজন্য যে আমি মনে করি আমি এই রেকর্ড ভাঙতে পারব। নাকি এজন্য যে আমার কাছে আরও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তবে এটা সত্য যে ফরাসি জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়া কোনো ছোট ব্যাপার নয়।”
আগামী মঙ্গলবার প্যারিসে ‘ডি’ গ্রুপের ম্যাচে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে ফ্রান্স।
মন্তব্য করুন: