জোড়া গোলে পর্তুগালকে জিতিয়ে মেসিকে পেছনে ফেললেন রোনালদো

৭ সেপ্টেম্বর ২০২৫

জোড়া গোলে পর্তুগালকে জিতিয়ে মেসিকে পেছনে ফেললেন রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো জোয়াও ফেলিক্সের নৈপুণ্যে বড় জয়ে বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান শুরু করেছে পর্তুগাল। জোড়া গোল করে দলকে জিতিয়ে লিওনেল মেসিকে ছাড়িয়ে গেছেন পর্তুগিজ মহাতারকা। বিশ্বকাপ বাছাইপর্বে সবচেয়ে বেশি গোলের তালিকায় এককভাবে দুই নম্বরে আছেন রোনালদো।

শনিবার আর্মেনিয়ার মাঠে বাছাইপর্বেএফ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিকদের - গোলে হারায় পর্তুগাল।

একপেশে ম্যাচে ্যাঙ্কিংয়ের ছয় নম্বরে থাকা পর্তুগাল ৭১ শতাংশ সময় বলের দখল রেখে গোলের জন্য ২৪টি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। অন্যদিকে ্যাঙ্কিংয়ের ১০৫ নম্বরে থাকা আর্মেনিয়ার নেওয়া ৭টি শটের মধ্যে লক্ষ্যে থাকে ৩টি।

ম্যাচের দশম মিনিটে গোলউৎসবের শুরুটা করেন ফেলিক্স। জোয়াও কানসেলোর ক্রস থেকে হেডে দলকে এগিয়ে দেন তিনি। ১১ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। পেদ্রো নেতোর ক্রস থেকে পোস্টের কাছ থেকে বল জালে জড়ান ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড। এতেই মেসিকে ছাড়িয়ে এককভাবে বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা বনে যান তিনি।

বাংলাদেশ সময় গত শুক্রবার ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জোড়া গোল করেন মেসি। এতে ৩৬ গোল নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রোনালদোর পাশে বসেছিলেন আর্জেন্টাইন মহাতারকা।

৩২তম মিনিটে ফেলিক্সের কাটব্যাক থেকে স্কোরশিটে নাম তোলেন কানসেলো। এরপর প্রয়াত সতীর্থ দিয়োগো জতার মতো করে বসে গোলটি উদযাপন করেন এই ডিফেন্ডার।

বিরতির পর খেলা শুরু হতেই দুর্দান্ত এক গোলে ব্যবধান - করেন রোনালদো। বক্সের বাইরে বুলেটগতির শটে গোলরক্ষককে পরাস্ত করেন পাঁচবারের ব্যালন ডিঅরজয়ী এই ফুটবলার।

বিশ্বকাপ বাছাইপর্বে তার গোল সংখ্যা এখন ৩৮টি। শীর্ষে থাকা গুয়াতেমালার কার্লোস রুইসকে (৩৯ গোল) ছাড়িয়ে যেতে রোনালদোর দরকার আর দুটি গোল।

ক্যারিয়ারে হাজার গোলের মাইলফলকের পথে ছুটে চলা রোনালদোর গোল সংখ্যা এখন ৯৪২টি, যার মধ্যে ১৪০টি এসেছে পর্তুগালের হয়ে। আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি গোল নেই আর কারোরই।

৫৮তম মিনিটে রোনালদোকে তুলে নেন কোচ রবের্তো মার্তিনেস। এর মিনিট তিনেক পর আরেকবার বল জালে জড়ান ফেলিক্স। পর্তুগিজরা আরও গোলের চেষ্টা করলেও প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় তা আর হয়নি।

রাতের অন্য ম্যাচে অ্যান্ডোরাকে - গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছে ইংল্যান্ড।

মন্তব্য করুন: