দেম্বেলে-দুয়ের চোটে ফ্রান্সের ওপর ক্ষুব্ধ পিএসজি

৭ সেপ্টেম্বর ২০২৫

দেম্বেলে-দুয়ের চোটে ফ্রান্সের ওপর ক্ষুব্ধ পিএসজি

জাতীয় দলের দায়িত্ব পালন করতে গিয়ে চোটে পড়েছেন পিএসজির উসমান দেম্বেলে ও দিজিরে দুয়ে। দলের অন্যতম এই দুই তারকা চোটে পড়ায় ফ্রান্স জাতীয় দলের মেডিকেল টিমের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে তারা। ফরাসি ক্লাবটির অভিযোগ, তাদের দেওয়া চোটের ঝুঁকি ও খেলোয়াড়দের গ্রহণযোগ্য ওয়ার্কলোড সংক্রান্ত সুপারিশ উপেক্ষা করেছে ফ্রান্সের মেডিকেল টিম।

গত শুক্রবার ইউক্রেনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লাগে দেম্বেলের। ফলে এই ফরোয়ার্ড প্রায় ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন। অন্যদিকে কাফ মাসলের চোটে প্রায় প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে দুয়েকে। ম্যাচটি ২-০ গোলে জিতেছিল ফরাসিরা।

রোববার এক বিবৃতির মাধ্যমে ফরাসি ফুটবল ফেডারেশনের কাছে ক্লাব ও জাতীয় দলের মধ্যে আরও স্বচ্ছ ও সহযোগিতামূলক মেডিকেল-স্পোর্টিং সমন্বয় প্রোটোকল চালুর দাবি জানায় পিএসজি।

ফ্রান্স জাতীয় দলের অনুশীলন শুরুর আগেই খেলোয়াড়দের গ্রহণযোগ্য কাজের চাপ ও ইনজুরির ঝুঁকির বিষয়ে সুনির্দিষ্ট মেডিকেল তথ্য ফেডারেশনের কাছে পাঠিয়েছিল পিএসজি।

এই মেডিকেল সুপারিশগুলো ফ্রান্স জাতীয় দলের মেডিকেল স্টাফ গুরুত্ব দেয়নি এবং আমাদের মেডিকেল টিমের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি।

অন্যদিকে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম দেম্বেলেকে খেলানোর সিদ্ধান্তের পক্ষে নিজের অভিমত তুলে ধরেন। গত ৩০ আগস্ট তুলুজের বিপক্ষে লিগ ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিং সমস্যা নিয়ে মাঠ ছাড়েন দেম্বেলে।

আমি নিশ্চিত ছিলাম যে সে উচ্চ পর্যায়ের ম্যাচ খেলতে সক্ষম, নইলে আমি তাকে খেলাতাম না। এবার অন্য উরুতে চোট পেয়েছে। সে ফিট ছিল। এটা তার জন্য দুর্ভাগ্যজনক। তবে অন্য কারও সঙ্গেও এমন হতে পারত।

মঙ্গলবার বাছাইপর্বে ‘ডি গ্রুপের ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স।

আগামী ১৪ সেপ্টেম্বর লিগ ওয়ানে লঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরবে পিএসজি। এর তিন দিন পর আতালান্তার বিপক্ষে ম্যাচ দিয়ে তারা চ্যাম্পিয়নস লিগে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে। এরপর সেপ্টেম্বরে লিগে ব্যস্ত সময় কাটিয়ে আগামী ১ অক্টোবর বার্সেলোনার মুখোমুখি তারা।

মন্তব্য করুন: