থুতুকাণ্ডে আরও ৩ ম্যাচ নিষিদ্ধ সুয়ারেস
৯ সেপ্টেম্বর ২০২৫

লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের স্টাফের দিকে থুতু ছুড়ে মারার ঘটনায় এবার মেজর লিগ সকারে (এমএলএস) শাস্তি পেয়েছেন লুইস সুয়ারেস। লিগে ইন্টার মায়ামির এই তারকাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই ঘটনায় সব মিলিয়ে মোট ৯ ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন উরুগুয়ের এই স্ট্রাইকার।
সোমবার সুয়ারেসকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয় এমএলএস কর্তৃপক্ষ। তবে কোনো শাস্তি পেতে হয়নি তার দুই সতীর্থ সের্হিও বুসকেতস ও টমাস আভিলেসকে।
এর আগে থুতু মারার ঘটনায় লিগস কাপ কর্তৃপক্ষ ৩৮ বছর বয়সী সুয়ারেসকে ছয় ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিল। এছাড়াও ম্যাচ শেষে হাতাহাতির ঘটনায় বুসকেতসকে দুই ম্যাচ ও আভিলেসকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সে সময় লিগস কাপ কমিটি জানিয়েছিল, এমএলএস কর্তৃপক্ষ চাইলে তাদের বিরুদ্ধে অতিরিক্ত ব্যবস্থা নিতে পারবে।
নতুন করে পাওয়া শাস্তিতে আগামী শনিবার শার্লট এফসির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না সুয়ারেস। এরপর সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে মঙ্গলবারের ম্যাচেও মাঠের বাইরে থাকতে হবে তাকে। ২০ সেপ্টেম্বর ডি.সি. ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের পর তার এই শাস্তি শেষ হবে।
গত ৩১ আগস্ট লিগস কাপের ফাইনালে সিয়াটলের কাছে ৩-০ গোলে হারে মায়ামি। শেষ বাঁশি বাজার পর মাঠে হাতাহাতিতে জড়ায় দুই দল, যার শুরুটা করেন সুয়ারেস। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে সিয়াটলের এক স্টাফের দিকে উরুগুয়ের এই তারকাকে থুতু মারতে দেখা যায়। অন্যদিকে মায়ামি মিডফিল্ডার বুসকেতসকে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুষি মারতে দেখা যায়।
সেই ম্যাচে সহিংস আচরণের জন্য সিয়াটলের সহকারী কোচ স্টিভেন লেনহার্টকে কড়া শাস্তি দিয়েছে এমএলএস কর্তৃপক্ষ। মৌসুমের বাকি সময়টার জন্য তার পরিচয়পত্র কেড়ে নেওয়া হয়েছে। ফলে তিনি আর ডাগআউটে দাঁড়াতে পারবেন না। তার শাস্তির বিষয়টি আগামী মৌসুম শুরুর আগে আবার পর্যালোচনা করা হবে।
এছাড়া সিয়াটল সাউন্ডার্স দলকেও জরিমানা করা হয়েছে। তবে এর পরিমাণ প্রকাশ করা হয়নি।
মন্তব্য করুন: