এমবাপ্পেকে লক্ষ্য করে বর্ণবাদী আচরণের অভিযোগে গ্রেফতার ১
১১ সেপ্টেম্বর ২০২৫

লা লিগায় গত মাসে রিয়াল ওবিয়েদোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচে কিলিয়ান এমবাপ্পেকে উদ্দেশ্য করে বর্ণবাদী অঙ্গভঙ্গি ও শব্দ করার অভিযোগে এক সমর্থককে গ্রেফতার করেছে স্পেনের ন্যাশনাল পুলিশ।
গত ২৪ আগস্ট ওবিয়েদোর মাঠে ৩-০ গোলের জয় পায় রিয়াল। ম্যাচে জোড়া গোল করেন এমবাপ্পে।
বুধবার পুলিশ জানায়, এমবাপ্পের ৩৭তম মিনিটে করা প্রথম গোলের পর দর্শকদের প্রতিক্রিয়ার টিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, এক ব্যক্তি বানরের মতো শব্দ ও অঙ্গভঙ্গি করছিলেন।
ম্যাচ শেষে লা লিগা কর্তৃপক্ষ ঘটনাটির বিরুদ্ধে অভিযোগ করেছিল। এরপর ওই সমর্থককে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়। মামলাটি ঘৃণাজনিত অপরাধের প্রসিকিউটরদের কাছে পাঠানো হয়েছে।
অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে। পাশাপাশি ৬০ হাজার থেকে ৬ লাখ ৫০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা এবং স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
সাম্প্রতিক মৌসুমগুলোতে মাঠে বর্ণবাদী ঘটনার বিরুদ্ধে আরও সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে লা লিগা। বিশেষ করে ২০২৩ সালে ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে ভিনিসুস জুনিয়রকে উদ্দেশ্য করে করা বর্ণবাদী আচরণের ঘটনায় তিন সমর্থককে কারাদণ্ড দেওয়ার পর থেকে এ বিষয়ে কঠোর হয়েছে লিগ কর্তৃপক্ষ।
চলতি মাসের শুরুতে এস্পানিওলের এক সমর্থক ২০২০ সালের জানুয়ারিতে আথলেতিক বিলবাওয়ের ইনিয়াকি উইলিয়ামসকে উদ্দেশ্য করে বর্ণবাদী আচরণের অপরাধে দোষী সাব্যস্ত হন। এটি ছিল লা লিগার পক্ষ থেকে কর্তৃপক্ষের কাছে অভিযোগ করা প্রথম ঘটনা।
মন্তব্য করুন: