২০৩০ পর্যন্ত ব্রাজিলের দায়িত্বে থাকতে আপত্তি নেই আনচেলত্তির
১৩ সেপ্টেম্বর ২০২৫

দীর্ঘ প্রচেষ্টার পর গত মে মাসে কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে পেয়েছে ব্রাজিল। তবে তাকে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব দেওয়া হয়েছে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত। এবার ইতালিয়ান এই কোচ ২০৩০ সাল পর্যন্ত দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহ দেখিয়েছেন।
ব্রাজিলের কোচ হিসেবে গত জুনে শুরু হয়েছে আনচেলত্তির চুক্তির মেয়াদ, যা শেষ হবে আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপের পর।
দীর্ঘ কোচিং ক্যারিয়ারে এবারই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব পালন করছেন আনচেলত্তি। ৬৬ বছর বয়সী এই কোচের অধীনে বিশ্বকাপ বাছাইপর্বে চারটি ম্যাচ খেলা ব্রাজিল জিতেছে দুটিতে। ড্র করেছে একটিতে এবং হেরেছে বাছাইপর্বে বলিভিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে।
ইএসপিএন ব্রাজিলকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) চাইলে আসন্ন বিশ্বকাপের পেরিয়ে পরের বিশ্বকাপেও সেলেসাওদের দায়িত্বে থাকতে তার কোনো আপত্তি নেই।
“ব্রাজিলের হয়ে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়া বিশেষ কিছু। আমি এক বছরের চুক্তি করেছি। বিশ্বকাপের পর সবকিছুই খোলা। তখন এক বছরের জন্য চুক্তি করাটাই সঠিক মনে হয়েছিল। যদি সিবিএফ চালিয়ে যেতে চায়, আমার কোনো সমস্যা নেই। "
“যেমনটা বলেছি, আমি এখানে খুবই খুশি, আমার পরিবারও খুশি। আমরা এটা নিয়ে ভাবতে পারি। আমাদের কথা বলার সময় আছে। আমি চালিয়ে যেতে কোনো সমস্যা দেখি না। ২০৩০ পর্যন্ত থাকাটা দারুণ হবে।”
২০৩০ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিনটি মহাদেশে। মূল আয়োজক হিসেবে আছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। অন্যদিকে টুর্নামেন্টের শতবছরপূর্তি উপলক্ষে একটি করে ম্যাচ দক্ষিণ আমেরিকার তিনটি দেশ আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন: