চ্যাম্পিয়নস লিগে বার্সা কোচের ওপর নিষেধাজ্ঞা উঠল

১৩ সেপ্টেম্বর ২০২৫

চ্যাম্পিয়নস লিগে বার্সা কোচের ওপর নিষেধাজ্ঞা উঠল

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে কোচ হানসি ফ্লিককে ডাগআউটে পাচ্ছে বার্সেলোনা। আপিলের পর জার্মান এই কোচের এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে উয়েফা।

গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সেমি-ফাইনালের ফিরতি লেগে ইন্টার মিলানের মাঠে ৪-৩ গোলে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল বার্সেলোনা। গত মে মাসের সেই হারে এক দশকের মধ্যে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়ে যায় স্প্যানিশ ক্লাবটির।

সেই ম্যাচে রেফারির বেশ কিছু সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ফ্লিক ও তার সহকারী মার্কুস সোর্গ। অসদাচরণের দায়ে ইউরোপ ক্লাব সেরার আসরে তাদেরকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। অন্যদিকে ফ্লিককে বাড়তি ২০ হাজার ইউরো জরিমানা করা হয়।

তাদের এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিল বার্সেলোনা। শুক্রবার এক বিবৃতিতে উয়েফা জানায়, নিউক্যাসলের বিপক্ষে আগামী বৃহস্পতিবারের ম্যাচে ডাগআউটে বসতে আর কোনো বাধা নেই ফ্লিক ও জর্গের।

তবে আগামী এক বছর তাদের ওপর নজর রাখা হবে। এই সময়ের মধ্যে আবার একই ধরনের আচরণ করলে শাস্তি পুনর্বহালের পাশাপাশি নতুন নিষেধাজ্ঞাও আসতে পারে।

আন্তর্জাতিক বিরতি শেষে রোববার মাঠে ফিরবে বার্সেলোনা। লা লিগা ম্যাচে ঘরের মাঠে ভালেন্সিয়ার মুখোমুখি হবে ফ্লিকের দল। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে লিগে বর্তমানে চার নম্বরে আছে তারা।

মন্তব্য করুন: