ইয়ামালের চোটে স্পেন দলের উপর ক্ষুব্ধ বার্সা কোচ
১৩ সেপ্টেম্বর ২০২৫

চোটের কারণে আন্তর্জাতিক বিরতির পর প্রথম ম্যাচে লামিনে ইয়ামালকে পাবে না বার্সেলোনা। শঙ্কা রয়েছে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচেও এই বিস্ময়বালককে পাওয়া নিয়ে। এতেই স্পেন জাতীয় ফুটবল দলের ওপর ক্ষোভ ঝেরেছেন হানসি ফ্লিক। কাতালান ক্লাবটির কোচের অভিযোগ, আন্তর্জাতিক বিরতিতে ইয়ামালের প্রতি যথেষ্ট যত্ন নেয়নি স্পেন।
গত সপ্তাহে বিশ্বকাপ বাছাইপর্বে বুলগেরিয়া ও তুরস্কের বিপক্ষে জয় পাওয়া দুই ম্যাচেই স্পেনের হয়ে মাঠে নামেন ইয়ামাল। কুঁচকিতে ব্যথা কমাতে ব্যথানাশক নিয়ে মাঠে নেমে এক ঘণ্টারও বেশি সময় খেলেছেন ১৮ বছর বয়সী এই তারকা। এর ফলে রোববার ভালেন্সিয়ার বিপক্ষে লা লিগা ম্যাচে বার্সেলোনার হয়ে মাঠে নামতে পারবেন না তিনি। আগামী বৃহস্পতিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও তার খেলার বিষয়ে অনিশ্চয়তা রয়েছে।
শনিবার সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে ফ্লিক বলেন, “ইয়ামাল জাতীয় দলে যায় ব্যথা নিয়ে, অনুশীলন করেনি, ব্যথানাশক নিয়ে খেলেছে। প্রতিটি ম্যাচেই তারা তিন গোলে এগিয়ে ছিল। তবুও সে ৭৯ ও ৭৩ মিনিট করে খেলেছে।”
“ম্যাচগুলোর ফাঁকেও সে অনুশীলন করেনি। এটা খেলোয়াড়দের যত্ন নেওয়া নয়। স্পেনের বিশ্বের সেরা দল আছে। প্রতিটি পজিশনে তারা অবিশ্বাস্য ভালো। এই পরিস্থিতি আমাকে সত্যিই হতাশ করেছে।”
লা লিগায় চলতি মৌসুমের শুরুটা দুর্দান্ত করেছিলেন ইয়ামাল। বার্সেলোনার হয়ে প্রথম তিন ম্যাচে দুটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন। এরপর জাতীয় দলের হয়ে আরও তিনটি গোলে সহায়তা করেন তিনি।
এক সময় জার্মানি জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করা ফ্লিক জানান, ইয়ামালের বিষয়ে স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে তার যোগাযোগ আরও খোলামেলা হতে পারত।
"আমি আসলে কখনও দে লা ফুয়েন্তের সঙ্গে ঠিকমতো কথা বলিনি। হয়তো আমার স্প্যানিশ ভালো নয়, তার ইংরেজিও ভালো নয়। তাই এটা একটা সমস্যা। যোগাযোগটা আরও ভালো হতে পারত, কারণ শুধু ইয়ামাল নয়, আমাদের আরও খেলোয়াড় ওখানে আছে। আমি নিজেও জাতীয় দলের কোচ ছিলাম। তাই জানি এই কাজ কতটা কঠিন। তবে ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ সবসময় ভালো ছিল।"
ভালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না বার্সেলোনা। নেদারল্যান্ডসের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। গাভি ও আলেহান্দ্রো বালদেও এখনও মাঠের বাইরে আছেন।
মন্তব্য করুন: