৩ বছর পর পেনাল্টি মিস মেসির

১৪ সেপ্টেম্বর ২০২৫

৩ বছর পর পেনাল্টি মিস মেসির

আন্তর্জাতিক বিরতির পর মেজর লিগ সকারে (এমএলএস) মাঠে নেমে হতাশার এক রাত পার করেছেন লিওনেল মেসি। প্রায় তিন বছর পর পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। হেরেছে তার দল ইন্টার মায়ামিও।

রোববার বাংলাদেশ সময় সকালে শার্লট এফসির মাঠে ৩-০ গোলে হারে মেসির দল। ম্যাচের ৩২তম মিনিটে পাওয়া পেনাল্টি জালে জড়াতে ব্যর্থ হন মায়ামি অধিনায়ক।

ভেনেজুয়েলার বিপক্ষে জোড়া গোল করে আর্জেন্টিনাকে জেতানোর পর এদিন প্রথমবারের মতো মাঠে নামেন মেসি। ২৯তম মিনিটে বক্সের ভেতর থেকে গোলের জন্য শট নেওয়ার চেষ্টায় ছিলেন তিনি। কিন্তু তার আগেই প্রতিপক্ষের ধাক্কায় পড়ে যান ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

এরপর ভিএআরে দীর্ঘ পর্যালোচনা করার পর পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক নিতে আসেন মেসি নিজেই। ধীরস্থিরভাবে এগিয়ে গিয়ে বাঁ পায়ের শটে আলতো করে মারেন তিনি। কোনো দিকে না ঝাঁপিয়ে এক হাত দিয়ে বল আটকে দেন শার্লট গোলরক্ষক ক্রিস্তিয়ান কালিনা। উল্লাসে মেতে ওঠে স্বাগতিক দর্শকরা।

২০২২ কাতার বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে সবশেষ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন মেসি। মায়ামিতে যোগ দেওয়ার পর এর আগে দলটির হয়ে নেওয়া তিনটি পেনাল্টি থেকেই গোল করেছিলেন আটবারের ব্যালন ডিঅর জয়ী এই মহাতারকা।

এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে বর্তমানে আট নম্বরে আছে মেসির দল। ৩০ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শার্লটের অবস্থান তিন নম্বরে। ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিলাডেলফিয়া।

মন্তব্য করুন: