বেনফিকার কোচ হচ্ছেন মরিনিয়ো
১৭ সেপ্টেম্বর ২০২৫

বেনফিকার কাছে চ্যাম্পিয়নস লিগের প্লে অফে হারের কারণে তুরস্কের ক্লাব ফেনারবাচের চাকরি হারিয়েছিলেন জোসে মরিনিয়ো। এবার নিজের দেশের ক্লাবটির নতুন কোচ হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি। পর্তুগালের আরটিপি টিভি স্টেশনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বুধবার চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে আজারবাইজানের ক্লাব কারাবাখের কাছে ঘরের মাঠে ৩-২ গোলে হারের পর কোচ ব্রুনো লাগের সঙ্গে চুক্তি বাতিলের কথা জানায় বেনফিকা।
আগামী শনিবার পর্তুগিজ লিগে মাঠে নামার আগে নতুন কোচের নাম ঘোষণা করা হবে বলে জানান ক্লাবটির সভাপতি।
আরটিপি জানায়, ৪৯ বছর বয়সী লাগের জায়গায় অভিজ্ঞ মরিনিয়োকে কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে বেনফিকা। গত আগস্টে প্লে অফে তাদের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগের মূলপর্বে উঠতে ব্যর্থ হওয়ার পর মরিনিয়োকে সরিয়ে দেয় ফেনারবাচে।
২০০০ সালে এই বেনফিকার হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন মরিনিয়ো। এরপর আরেক পর্তুগিজ ক্লাব পোর্তোকে ২০০৪ সালে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে ট্রেবল জেতান স্পেশাল ওয়ান হিসেবে পরিচিত এই কোচ।
এরপর দু’দফায় চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, টটনাম হটস্পার, ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব পালন করেন মরিনিয়ো। ইতালিয়ান ক্লাব রোমা থেকে বরখাস্ত হওয়ার পর গত বছর ফেনারবাচের দায়িত্ব নেন ৬২ বছর বয়সী এই কোচ।
চেলসিতে প্রথম মেয়াদে ২০০৫ ও ২০০৬ সালে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জেতেন মরিনিয়ো। দ্বিতীয় মেয়াদে ২০১৪-১৫ মৌসুমে জেতেন আরেকবার।
২০০৮ সালে ইন্টার মিলানের যোগ দেন তিনি। ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতে তার হাত ধরে প্রথম কোনো ইতালিয়ান ক্লাব ট্রেবল জয়ের কীর্তি গড়ে।
বেনফিকার কোচ হলে চ্যাম্পিয়ন্স লিগে নিজের সাবেক দুই দলের মুখোমুখি হবেন মরিনিয়ো। আগামী ৩০ সেপ্টেম্বর চেলসির এবং জানুয়ারিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে মাঠে নামবে বেনফিকা।
মন্তব্য করুন: