এমএলএসে জোড়া গোল করে সবার ওপরে মেসি

২১ সেপ্টেম্বর ২০২৫

এমএলএসে জোড়া গোল করে সবার ওপরে মেসি

ইন্টার মায়ামির জয়ে আবারও অবদান রাখলেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে (এমএলএস) জোড়া গোল করে দলকে জিতিয়ে এবারের মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোলের মালিক হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

ঘরের মাঠে বাংলাদেশ সময় রোববার সকালে শেষ হওয়া ম্যাচে ডিসি ইউনাইটেডকে ৩-২ গোলে হারায় মায়ামি। দলের তিনটি গোলেই অবদান রাখেন অধিনায়ক মেসি, যার শুরুটা করেন ৩৫তম মিনিটে।

নিজেদের অর্ধ থেকে দুরপাল্লার পাস দেন মেসি। সেটি থেকে বল জালে জড়ান তারই স্বদেশি তাদেও আইয়েন্দে। বিরতির পর সমতায় ফেরে ডিসি।

৬৬তম মিনিটে জর্দি আলবার ডি-বক্সরে ভেতর বাড়ানো বল থেকে নিজের প্রথম গোলটি করেন মেসি। এর মিনিট চারেক পর পেনাল্টি পায় মায়ামি। কিন্তু মেসি নিজে শট না নিয়ে তা নিতে দেন আর্জেন্টাইন তরুণ মাতেও সিলভেতিকে। কিন্তু তার জোরাল শট বারে লেগে ফিরে আসে।

৮৫তম মিনিটে বক্সের একটু বাইরে থেকে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এই গোলে এককভাবে এবারের এমএলএসে গোল্ডেন বুটের লড়াইয়ের শীর্ষে ওঠেন আটবারের ব্যালন ডিঅর জয়ী এই মহাতারকা। ২২ ম্যাচে তার গোল সংখ্যা এখন ২২টি। পেছনে ফেলেন ৩১ ম্যাচে ২১ গোল করা ন্যাশভিলের স্ট্রাইকার স্যাম সারিজকে।

যোগ করা সময়ের সপ্তম মিনিটে এক গোল শোধ করে ডিসি।

ইস্টার্ন কনফারেন্সে ২৮ ম্যাচে ১৫ জয়ে ৫২ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে মেসির দল। শীর্ষে থাকা ফিলেডেলফিয়ার ৩১ ম্যাচে পয়েন্ট ৬০।

মন্তব্য করুন: