ভারত আগেই এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে; এই ম্যাচটিকে হালকাভাবে নিয়েছে; নিয়মিত একাদশের ৫ জনকে বিশ্রাম দিয়েছে তাই। তাই ভারতের বিপক্ষে বাংলাদেশর জয়টাকে নিয়ে অত উচ্ছ্বসিত হবার নাকি কিছু নাই। অনেকেরই এমন মতামত। আসলে কি তাই? ভারত-জয়ের কৃতিত্বটা কি বাংলাদেশকে দেবেন না? কেন দেবেন না? নট আউট নোমান-এ সে আলোচনাই।
মন্তব্য করুন: