প্রথমবারের মতো আইসিসির মাসসেরার লড়াইয়ে মিরাজ
৫ মে ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট-বলের দুর্দান্ত পারফর্ম করে সিরিজ সেরা হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এবার প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন এই অলরাউন্ডার।
সোমবার এপ্রিল মাসের সেরার লড়াইয়ের মনোনয়নের তালিকা প্রকাশ করে আইসিসি। সেরার লড়াইয়ে মিরাজের প্রতিদ্বন্দ্বী জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউ জিল্যান্ডের বেন সিয়ার্স।
গত মাসে সিলেটে অনুষ্ঠিত জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বল হাতে রেকর্ড গড়েন মিরাজ। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে নেন আরও ৫ উইকেট। দেশের প্রথম বোলার হিসেবে এক ম্যাচে রেকর্ড তৃতীয়বার ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। তবে এই অফ স্পিনারের লড়াইকে ম্লান করে দিয়ে ম্যাচটি ৩ উইকেটে জিতে নেয় সফরকারীরা।
অন্যদিকে চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মিরাজের অলরাউন্ড নৈপুণ্যে জয় দিয়ে সমতায় সিরিজ শেষ করে বাংলাদেশ। ক্যারিয়ারের দ্বিতীয় শতকে ১০৪ রানের ইনিংস খেলে দলকে বড় লিড এনে দেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে বল হাতে শিকার করেন ৫ উইকেট। তার ঘূর্ণিতে বিপর্যস্ত হয়ে ইনিংস ও ১০৬ রানে ম্যাচ হারে জিম্বাবুয়ে।
দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন মিরাজ। তার আগে সাকিব আল হাসান দু’বার ও সোহাগ গাজী একবার এই কীর্তি গড়েছিলেন। অন্যদিকে টেস্ট ইতিহাসের সপ্তম ক্রিকেটার হিসেবে একই সিরিজে ম্যাচে ১০ উইকেট শিকার ও সেঞ্চুরি করেন তিনি।
মন্তব্য করুন: