নিউ জিল্যান্ডকে গুঁড়িয়ে ‘এ’ দলের সিরিজ জিতল বাংলাদেশ
৭ মে ২০২৫

মাহিদুল ইসলাম অঙ্কন ও নুরুল হাসান সোহানের শতকে সাড়ে তিনশর কাছাকাছি সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। রান তাড়ায় শুরুটা ভালো করেছিল নিউ জিল্যান্ড ‘এ’ দল। কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকতের ঘূর্ণিতে খেই হারিয়ে ফেলে আর ম্যাচে ফিরতে পারেনি তারা। ৮৭ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই একদিনের ম্যাচের সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা।
বুধবার সিলেটে সিরিজের দ্বিতীয় এক দিনের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৩৪৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ৪১ বল আগে নিউ জিল্যান্ড অলআউট হয় ২৫৭ রানে।
১০৮ বলে ৭ চার ও ৫ ছক্কায় ১০৫ রান করেন অঙ্কন। অন্যদিকে অধিনায়ক সোহান ১০১ বলে ৭টি করে চার ও ছক্কায় করেন ১১২ রান।
চতুর্থ ওভারে দলীয় ১২ রানে ওপেনার পারভেজ হোসেন ইমনকে (৮) হারিয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে দ্বিতীয় উইকেটে নাঈম শেখ ও এনামুল হক বিজয়ের ঝড়ো ব্যাটিংয়ে সেই ধাক্কা কাটিয়ে ওঠে তারা। কিন্তু সঙ্গী নাঈমের সঙ্গে ভুল বোঝাবুঝিতে বিজয় (৩৯) রানআউট হলে ৭২ রানের জুটিটি ভাঙে। এরপর দ্রুত সাজঘরের পথ দেখেন নাঈমও (৪০)।
৯৭ রানে ৩ উইকেট হারানোর পর মাহিদুলকে নিয়ে দলের হাল ধরেন সোহান। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটার যোগ করেন ২২৫ রান। অধিনায়ক সোহান ফিরলে এই জুটিটি ভাঙে। শেষ ওভারে আউট হন মাহিদুল।
বড় লক্ষ্য তাড়ায় আগ্রাসী শুরুতে উদ্বোধনী জুটি থেকে ৫২ রান আসে নিউ জিল্যান্ডের। অষ্টম ওভারে এই জুটি থামান মোসাদ্দেক। তবে তখনও এক প্রান্তে বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে যাচ্ছিলেন ডেইল ফিলিপস। ১৫তম ওভারে দলীয় ৯৯ রানে ডানহাতি এই ব্যাটারকে (৭৯) ফিরিয়ে স্বাগতিকদের স্বস্তি দেন শরিফুল ইসলাম। এরপর মোসাদ্দেকের সঙ্গে অন্য স্পিনারদের নৈপুণ্যে আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি।
৪৪তম ওভারের প্রথম বলে শেষ উইকেট তুলে নিয়ে কিউই ইনিংসের ইতি টানেন শামীম হোসেন। মোসাদ্দেকের শিকার ৩ উইকেট। দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল, তানভীর ইসলাম ও শামীম।
একই মাঠে আগামী শনিবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন: