ধর্মশালা থেকে সরিয়ে নেওয়া হয়েছে পাঞ্জাব-মুম্বাই ম্যাচ
৮ মে ২০২৫

ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান অস্থিরতার রেশ পড়েছে আইপিএলেও। সীমান্তে দু’দেশের মধ্যে অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় হিমাচল প্রদেশের ধর্মশালা থেকে আগামী রোববারের পাঞ্চাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচটি সরিয়ে নেওয়া হয়েছে।
ম্যাচটি খেলতে বৃহস্পতিবার ধর্মশালায় থাকার কথা ছিল মুম্বাই দলের। কিন্তু ভারত-পাকিস্তানের মধ্যকার অস্থিরতায় ধর্মশালা বিমানবন্দর বন্ধ থাকায় এবং আইপিএল কর্তৃপক্ষ ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ায় তাদের যাত্রা স্থগিত রাখে।
এক প্রতিবেদনে ইএসপিএনক্রিকইনফো জানায়, নির্ধারিত দিনে ম্যাচটি এখন আহমেদাবাদে অনুষ্ঠিত হতে পারে। এই ম্যাচ আয়োজনে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন আইপিএল কর্তৃপক্ষের অনুরোধ ইতোমধ্যে গ্রহণ করেছে। এখন তারা কর্তৃপক্ষের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে।
গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে প্রতিশোধ নিতে গত মঙ্গলবার মধ্যরাতের পর দেশটির কয়েকটি স্থানে মিসাইল হামলা চালায় ভারত। এরপর থেকেই দু’দেশের সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে দু’দেশের বেশ কয়েকটি বিমানবন্দর।
মন্তব্য করুন: