বলতে পারেন, মাহমুদুল্লাহ রিয়াদের আউটে হেরে গেছে বাংলাদেশ। কিংবা হয়তো তামিম ইকবালের বিদায়ে। না। আমি যদি বলি, তামিম-রিয়াদের আউটের আগেই হেরে গেছে বাংলাদেশ! কোথায় হারল? কোনটি টার্নিং পয়েন্ট? নট আউট নোমান-এর সঙ্গে মিলিয়ে দেখবেন নাকি?
মন্তব্য করুন: