বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হল। দেশী-বিদেশী ক্রিকেটার নিয়ে ৭টি সাজানো হয়ে গেছে এক রকম। টুর্নামেন্ট মাঠে গড়াতে তিন মাসেরও বেশি বাকি। কিন্তু দল গঠনের পর এই মুহূর্তে কোন দলের কী অবস্থা? বিপিএল ফেভারিট র্যাংকিংয়ে ৭ দলের কারা কোথায়? নট আউট নোমান-এ সে আলোচনাই।
মন্তব্য করুন: