সাকিব-তামিম দ্বন্দ্ব আবার চরমে। এবারের ইস্যু, তামিমের ফিটনেস। তামিম বলেছেন, বিশ্বকাপে ৫ ম্যাচের বেশি খেলতে পারবেন না। এরই সূত্র ধরে তামিম-সাকিব দুজনের ‘হুমকি’, বিশ্বকাপেই খেলবেন না। বিসিবি প্রেসিডেন্ট তাই ডেকে পাঠিয়েছেন মাশরাফিকে। নাজমুল হাসান পাপনের বাসায় মিটিং করছেন তামিম-সাকিব। মাঝরাতে এমনসব খবর ছড়িয়ে পড়েছে দাবানলের মতো। এর মধ্যে সত্য কতটা? নট আউট নোমান-এ সে আলোচনাই...
মন্তব্য করুন: