সাকিব-তামিম ‘দ্বন্দ্ব’, তামিমের বিশ্বকাপে ৫ ম্যাচ খেলার ‘শর্ত’, বিসিবি প্রেসিডেন্টের বাসায় দুই ক্রিকেটারকে নিয়ে ‘মিটিং’ মধ্যস্থতার চেষ্টায় মাশরাফিকে ‘খোঁজা’ -- এসব নিয়েই তোলপাড় চারিদিকে। কিন্তু আরো বড় ইস্যুও তো টগবগিয়ে ফুটছে বাংলাদেশ ক্রিকেটের অন্দরমহলে। এই যে আজ বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড দেবে, সেখানে ক্যাপ্টেন হিসেবে সাকিব আল হাসানের নাম থাকবে তো? নাকি এখনই ক্যাপ্টেন্সি ছাড়তে চান সাকিব? কেন এই প্রশ্ন তুলছি? তামিমের ‘বিশ্বকাপে ৫ ম্যাচ খেলার’ সঙ্গে এর সম্পর্ক কতটা? নট আউট নোমান-এ সে আলোচনা।
মন্তব্য করুন: