দুই মাস আগেও দলটির অধিনায়ক ছিলেন। অথচ এখন দলে পর্যন্ত নেই তামিম ইকবাল। তাঁকে ছাড়াই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। কারণ? অফিসিয়াল কারণ ইনজুরি। কিন্তু সেটা আপনি বিশ্বাস করলেও আমি করি না। আমার কাছে বরং মনে হয়, পাপন-হাথুরু-সাকিবের সঙ্গে লড়াইয়ে হেরে গিয়েই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তামিম। কেন এ কথা বলছি? নট আউট নোমান-এ সে আলোচনাই।
মন্তব্য করুন: