এলিমিনেটরে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস জিতলে ‘টার্নিং পয়েন্ট’টা হত খুব সহজ। কিন্তু মুম্বাই ইন্ডিয়ানস জেতার পর সেটি কঠিন হয়ে গেছে বড্ড। মুম্বাইয়ের দারুণ বোলিংয়ের কথা বলবেন, বিশেষত ওই ওভারটি? নাকি দুর্দান্ত ফিল্ডিংয়ের কথা বলবেন; বিশেষত ওই রান আউটটি? এই যে আইপিএলের ফাইনালের সম্ভাবনা টিকিয়ে রাখল রোহিত শর্মার দল, তাতে টার্নিং পয়েন্ট কোনটি? নট আউট নোমান-এর সঙ্গে মিলছে কিনা, দেখুন তো!
মন্তব্য করুন: