অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কেনিয়ার কিপিয়েগনের ইতিহাস

২৭ আগস্ট ২০২৩

অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে কেনিয়ার কিপিয়েগনের ইতিহাস

প্রথম নারী হিসেবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের এক আসরে হাজার ৫০০ মিটার হাজার মিটার দৌড়ের সোনা জিতেছেন কেনিয়ার ফেইথ কিপিয়েগন।

হাজার ৫০০ মিটারে জয়ের চার দিন পরই ডাচ সিফান হাসানকে পেছনে ফেলে ১৪ মিনিট ৫৩.৮৮ সেকেন্ড সময় নিয়ে হাজার মিটারের সোনা জেতেন দুইবারের অলিম্পিক স্বর্ণপদক জয়ী কিপিয়েগন।

হাজার ৫০০ মিটারে ব্রোঞ্জ পদক জয়ী হাসান এদিন ১৪ মিনিট ৫৪.১১ সেকেন্ড সময় নিয়ে জিতেন রৌপ্য। ১৪ মিনিট ৫৪.৩৩ সেকেন্ড সময় নিয়ে আরেক কেনিয়ান বিয়েট্রিস সেবেট জেতেন ব্রোঞ্জ। 

ছেলেদের ৮০০ মিটার দৌড়ে সোনা জিতেছেন কানাডার মার্কো অ্যারোপ। গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের পর মিনিট ৪৪.২৪ সেকেন্ড সময় নিয়ে এবার পেলেন শীর্ষস্থান।

ছেলেদের পোল ভল্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় সোনা জেতেন সুইডেনের বিশ্ব রেকর্ডধারী আরমান্দ দুপ্লানতিস।

ছেলেদের পর মেয়েদের ×৪০০ মিটার রিলের আধিপত্যে থাকল যুক্তরাষ্ট্রই। ১০০ মিটারে সেরা শাকারি রিচার্ডসন এবং গ্যাবি টমাসকে দলে নিয়ে রেকর্ড ৪১.০৩ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছে তারা।

ছেলেদের ডেকাথলনে প্রথমবারের মতো সোনা জেতেন কানাডার পিয়ার্স লেপাজ।

মেয়েদের গোলক নিক্ষেপে শীর্ষস্থান ধরে রাখেন গতবারেরও চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের চেইস ইলি।

মন্তব্য করুন: