সাবালেঙ্কাকে হারিয়ে গাউফের প্রথম গ্র্যান্ড স্লাম জয়

১০ সেপ্টেম্বর ২০২৩

সাবালেঙ্কাকে হারিয়ে গাউফের প্রথম গ্র্যান্ড স্লাম জয়

ইউএস ওপেনের নারী একক ফাইনালে বেলারুশের আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন যুক্তরাষ্ট্রের তরুণী কোকো গাউফ।

নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে ঘরের দর্শকদের সামনে ১৯ বছর বয়সী গাউফ দ্বিতীয় বাছাই সাবালেঙ্কাকে -, -, - সেটে হারান।

ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের পর গাউফ বলেন, “আমার মনে হচ্ছে এই মুহূর্তে বিস্ময়ের ঘোরে আছি।

অস্ট্রেলিয়ান ওপেন জয়ী সাবালেঙ্কাকে দ্বিতীয় শিরোপার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ২৫ বছর বয়সী এই তারকা অবশ্য অন্তত এটা ভেবে সান্ত্বনা নিতে পারেন যে কিছু দিনের মধ্যে ্যাঙ্কিংয়ের শীর্ষে উঠছেন তিনি।

মন্তব্য করুন: