মেয়েদের ম্যারাথনে ইথিওপিয়ার আসেফার বিশ্ব রেকর্ড
২৪ সেপ্টেম্বর ২০২৩

মেয়েদের ম্যারাথনে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ইথিওপিয়ার টিগিস্ট আসেফা। ২ ঘণ্টা ১১ মিনিট ৫৩ সেকেন্ডে দৌড় শেষ করে এ রেকর্ড করেছেন তিনি।
রোববার বার্লিনে আগের বিশ্ব রেকর্ডের চেয়ে ২ মিনিট ১১ সেকেন্ড কম সময় নেন আসেফা। ২ ঘণ্টা ১৪ মিনিট ৪ সেকেন্ড সময় নিয়ে এ রেকর্ড ছিল কেনিয়ার ব্রিজিড কসগেইয়ের।
দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন কেনিয়ার ইলিউড কিপচোগে রেকর্ড পঞ্চমবারের মতো ছেলেদের বার্লিন ম্যারাথনের শিরোপা জেতেন ২ ঘণ্টা ২ মিনিট ৪২ সেকেন্ড সময় নিয়ে। ৩৮ বছর বয়সী কিপচোগে গত বছর বার্লিনে ২ ঘণ্টা ১ মিনিট ৯ সেকেন্ড সময় নিয়ে ছেলেদের ম্যারাথনে বিশ্ব রেকর্ড করেছিলেন।
বিশ্ব রেকর্ড গড়তে পেরে উচ্ছ্বাসিত আসেফা বলেন, “আমি ম্যারাথনের বিশ্ব রেকর্ড ভাঙতে চেয়েছিলাম। তবে আমি কল্পনাতেও ভাবিনি ২ ঘন্টা ১২ মিনিটের কমে তা হবে।”
আগে ৮০০ মিটার দৌড় বিশেষজ্ঞ আসেফা গত বছরের এপ্রিলে ম্যারাথনে দৌড়ানো শুরু করেন।
মন্তব্য করুন: