এশিয়ান গেমসে অ্যাথলেটের ছোড়া হাতুড়িতে আহত কর্মকর্তা
২ অক্টোবর ২০২৩

হাংজুতে এশিয়ান গেমসে এক অ্যাথলেটের ছোড়া হাতুড়ির আঘাতে এক কর্মকর্তা আহত হয়েছেন। তার পা ভেঙে গেছে এবং প্রচুর রক্ত ঝরেছে। তবে ওই কর্মকর্তা এখন শঙ্কামুক্ত আছেন।
চীনের পূর্বাঞ্চলের শহরটির অলিম্পিক স্টেডিয়ামে পুরুষদের হ্যামার থ্রোর ফাইনালে কুয়েতের আলি জানকাউইর হাতুড়ি সোজা আউটফিল্ডের দিকে যাওয়ার পরিবর্তে পাশের জাল থেকে একটু দূরে ডান পাশে বসা কর্মকর্তা হং কিনহুয়ার পায়ে আঘাত করে।
হংয়ের ডান পা থেকে রক্ত পড়তে শুরু করলে জানকাউই তার দিকে আতঙ্কিত হয়ে দৌড়ে যান। ক্ষত থেকে রক্ত ছিটকে বেরিয়ে আসার কারণে ৬২ বছর বয়সী হং মাথা ঘুড়ে পড়ে যান।
তাৎক্ষনিকভাবে জানকাউই নিজের হাত দিয়ে হংয়ের ক্ষতস্থান চেপে রক্ত বন্ধ করার চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে থাকা মেডিকেল টিম হংকে স্ট্রেচারে করে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে কাছের হাসপাতালে পাঠান।
গেমসের এক মুখপাত্র রোববার এক সংবাদ সম্মেলনে জানান, বর্তমানে ওই কর্মকর্তার অবস্থা স্থিতিশীল আছে।
জানকাউই অষ্টম হয়ে প্রতিযোগিতা শেষ করেছেন। তিনি প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডে নিজের চলতি মৌসুমের সর্বোচ্চ ৬৭.৫৭ মিটার দূরে হাতুড়ি ছোড়েন। এরপরই তার ভুল দিকে যাওয়া হাতুড়ির আঘাতে হং আহত হন।
হাতুড়ি ছোড়া প্রতিযোগিতায় সামনের দিকটি খোলা রেখে পাশের সব জায়গা জাল দিয়ে খাঁচার মতো ঘিরে রাখা হয়। তবে ৭.২৬ কেজি ভরের হাতুড়ির ভরবেগ সেই জাল কিছুটা কমাতে পারলেও পুরোপুরি থামাতে পারেনি। আর এই জাল টান টান না করে রেখে একটু হালকাভাবে বাধা হয় যেন অ্যথলেটদের ছোড়া হাতুরি বা চাকতি নেটে বাধা পেয়ে উল্টো তাদের দিকে ফেরত না আসে।
চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে অনেক ব্যবহারকারীরা লিখেছেন, কর্মকর্তাদের সুরক্ষার জন্য নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানো প্রয়োজন।
মন্তব্য করুন: