ভারতের বিপক্ষে দলের ব্যাটিং ব্যর্থতা মেনে নিয়েছেন অধিনায়ক শান্ত।
দুটি টেস্টেই আমরা ভালো ব্যাটিং করিনি। সত্যি বলতে এই ধরনের কন্ডিশনে আপনাকে ভালো ব্যাট করতেই হবে ▷ ১ অক্টোবর ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন আমরা দুই বছরের মধ্যে শক্তিশালী একটি দল নিয়ে বিশ্বকাপে যাবো। তবে কিছু কঠিন সময়ও পার করতে হবে ▷ এটি খুবই কঠিন ছিল, যা ম্যাচটিকে খুবই কুৎসিত করে তোলে। আমরা টানা দুটো পাস দিতে পারছিলাম না ▷ বাংলাদেশের হয়ে খেলার সময় কোনো পর্যায়ে কখনই আমার আক্ষেপ ছিল না। আমি সবসময় টিম ম্যান হতে চেয়েছি, যে পজিশনেই খেলি না কেন। কোনো আফসোস নেই ▷ কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি। আমি মনে করি, এটাই সঠিক সময় এই ফরম্যাট থেকে সরে গিয়ে সামনে ওয়ানডে যা আছে, সেদিকে মনোযোগ দেওয়ার ▷
মন্তব্য করুন: