বিতর্ক ছাপিয়ে আফ্রিকান কাপ জিতল সেনেগাল

১৯ জানুয়ারি ২০২৬

বিতর্ক ছাপিয়ে আফ্রিকান কাপ জিতল সেনেগাল

যোগ করা সময়ে মরক্কোকে পেনাল্টি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে মাঠ ছেড়েছিলেন সেনেগালে খেলোয়াড়রা। এরপর খেলা শুরু হলে অবিশ্বাস্যভাবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রাহিম দিয়াস। এরপর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচ জিতে আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) শিরোপা ঘরে তুলেছে সাদিও মানের দল।

রোববার মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিকদের ১-০ গোলে হারায় সেনেগাল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে দলের জয়সূচক গোলটি করেন পাপে গেয়ি।

আফ্রিকার শ্রেষ্ঠত্বের সবশেষ তিন আসরে এই নিয়ে দ্বিতীয় শিরোপা জিতল সেনেগাল। এর আগে ২০২১ সালে নিজেদের প্রথম আফকন জিতেছিল তারা।

অন্যদিকে ৫০ বছরের আফকন জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো মরক্কো। ১৯৭৬ সালে নিজেদের একমাত্র শিরোপা জিতেছিল তারা। একই সঙ্গে টানা ২৭ ম্যাচ পর আন্তর্জাতিক ফুটবলে হারের মুখ দেখল ফিফা র‌্যাঙ্কিংয়ের ১১ নম্বর দলটি।

ম্যাচের বিতর্কের শুরুটা হয় আট মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে। সেনেগালের ডি বক্সের ভেতর মরক্কোর রিয়াল মাদ্রিদ তারকা দিয়াস পড়ে গেলে বাঁশি বাজান রেফারি। ফাউল হয়েছে কি না তা ভিএআরে কথা বলে মনিটরে নিজে দেখার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু সাইডলাইনে তাকে ঘিরে ধরে সবাই, ভিড়ের মাঝেই যাচাই করে পেনাল্টির সিদ্ধান্ত জানান কঙ্গোর রেফারি।

রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে কিছুক্ষণ মাঠে বিক্ষিপ্ত চলাফেরার কোচের ডাকে মাঠ ছেড়ে ড্রেসিং রুমে চলে যান সেনেগালের খেলোয়াড়রা। মাঠে কেবল থেকে যান দলের সবচেয়ে বড় তারকা মানে।

১৪ মিনিট বন্ধ থাকার পর খেলোয়াড়রা আবার মাঠে ফিরলে শুরু হয় ম্যাচ। মরক্কোর হয়ে পেনাল্টি নিতে যান দিয়াস। দেশকে শিরোপা জেতানোর জন্য রিয়াল ফরোয়ার্ড পানেনকা স্টাইলে চিপ শট নিতে গিয়ে গড়বড় করে ফেলেন। তার দুর্বল শটটি জায়গায় দাঁড়িয়ে গ্লাভসবন্দি করেন গোলরক্ষক। সেখানেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে সেনেগালকে এগিয়ে দেন গেয়ি। দ্বিতীয়ার্ধে মরক্কোর সমতায় ফেরার একটি সুযোগ ক্রসবারে লেগে ফিরে আসে।

মন্তব্য করুন: