বুধবারের মধ্যে নির্ধারণ হবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য: ক্রিকইনফো
১৯ জানুয়ারি ২০২৬
ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশ নেবে কি না – তা চূড়ান্ত হতে যাচ্ছে আগামী বুধবারের মধ্যে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
রোববার রাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিসিবিকে এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তবে ওই বৈঠকের পর বিসিবির দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এমন কোনো কিছু উল্লেখ করা ছিল না।
বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়া এবং ভেন্যু পরিবর্তনের বিষয়ে সেদিন দ্বিতীয়বারের মতো বিসিবির সঙ্গে আলোচনায় বসে আইসিসি। গত বুধবার ভিডিও কনফারেন্সে প্রথম দফায় আলোচনা হয়। এরপর শনিবার বিসিবির সঙ্গে মুখোমুখি আলোচনায় বসেন আইসিসির এক প্রতিনিধি। সভায় আইসিসির আরেক প্রতিনিধি যোগ দেন অনলাইনে।
দুটি সভাতেই নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থানেই অনড় থাকার বিষয়টি আইসিসিকে জানিয়ে দেয় বিসিবি। অন্যদিকে আইসিসিও আরেক দফায় জানায়, সূচিতে কোনো পরিবর্তন আনবে না তারা।
বৈঠকের পর বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের সম্ভাব্যতা নিয়ে সভায় আলোচনা হয়েছে।
তবে ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়, গ্রুপ পরিবর্তনের প্রস্তাবনাটি ছিল বিসিবির পক্ষ থেকেই। ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের সঙ্গে ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের জায়গা বদলের প্রস্তাব দেওয়া হয় বিসিবির পক্ষ থেকে। তবে সেটিতে রাজি হয়নি আইসিসি। ভারতে যে বাংলাদেশের কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, বিসিবিকে আবারও তা নিশ্চিত করে আইসিসি।
বিশ্বকাপে অংশগ্রহণকারী ২০ দলের কাছে আইসিসির স্বাধীন নিরাপত্তা সংস্থার পাঠানো প্রতিবেদনে ভারতে সার্বিক ঝুঁকির পরিমাণ মাঝারি থেকে উচ্চ বলে উল্লেখ করা হয়েছে। তবে কোনো সফরকারী দলের প্রতিই সরাসরি ও সুনির্দিষ্ট হুমকি নেই।
এই সভার আলোচনা নিয়ে জানাশোনা আছে, এমন ব্যক্তিদের বরাত দিয়ে ক্রিকইনফো জানায়, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বিসিবির অপেক্ষা করবে আইসিসি।
শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতে বাংলাদেশ যদি ভারতে না যায়, তাহলে বিকল্প হিসেবে র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ড সুযোগ পাবে বলে জানায় ক্রিকইনফো।
ভারতের রাজনৈতিক নেতা ও উগ্রবাদী ধর্মীয় নেতাদের দাবির মুখে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরপর গত ৪ জানুয়ারি নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।
বিশ্বকাপের জন্য প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্টের উদ্বোধনী দিন কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশের। গ্রুপপর্বে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটিও একই ভেন্যুতে রাখা হয়েছে। নেপালের বিপক্ষে শেষ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা মুম্বাইয়ে।















মন্তব্য করুন: