আফ্রিকান কাপের ফাইনালে সেনেগাল-মরক্কো
১৫ জানুয়ারি ২০২৬
আফ্রিকান কাপ অব নেশন্সের (আফকন) সেমি-ফাইনালে মোহাম্মদ সালাহর মিশরকে হারিয়ে ফাইনালে উঠেছে সাদিও মানের সেনেগাল। শিরোপা লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নাইজেরিয়াকে হারানো স্বাগতিক মরক্কো।
বুধবার প্রথম সেমি-ফাইনালে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিশরকে ১-০ গোলে হারায় সেনেগাল। ৭৮তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরাল শটে বল জালে জড়িয়ে ব্যবধান গড়ে দেন মানে।
সেনেগালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মানের আন্তর্জাতিক ফুটবলে ১২৫ ম্যাচে গোল সংখ্যা এখন ৫৩টি। ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের চলতি আসরে এটি দ্বিতীয় গোল।
এই নিয়ে সবশেষ চার আসরের মধ্যে তৃতীয়বার ফাইনালে জায়গা করে নিল সেনেগাল। ২০২১ সালের ফাইনালে মিশরকে টাইব্রেকারে হারিয়ে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল দলটি।
দ্বিতীয় সেমি-ফাইনালে টাইব্রেকারে নাইজেরিয়াকে হারিয়ে ২২ বছর পর টুর্নামেন্টের ফাইনালে ওঠে মরক্কো। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য অবস্থায় শেষ হয়। এরপর পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে জয় পায় স্বাগতিকরা।
এর আগে ২০০৪ সালের আসরে সবশেষ ফাইনালে উঠেছিল মরক্কো। সেবারের শিরোপা লড়াইয়ে স্বাগতিক তিউনিশিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল তারা।
দীর্ঘ ৫০ বছরের শিরোপা খরা কাটাতে আগামী রোববার রাজধানী রাবাতে সেনেগালের মুখোমুখি হবে মরক্কো। ১৯৭৬ সালে নিজেদের একমাত্র শিরোপা জিতেছিল দেশটি।















মন্তব্য করুন: