২২ রানে নেই শেষ ৭ উইকেট, ভারতের কাছে হেরে গেল বাংলাদেশ
১৮ জানুয়ারি ২০২৬
বৃষ্টির কারণে দ্বিতীয় দফায় খেলা বন্ধ হওয়ার আগে অধিনায়ক আজিজুল হাকিমের ব্যাটে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। খেলা শুরু হলে বৃষ্টি আইনে পাওয়া নতুন লক্ষ্যটাও ছিল নাগালের মধ্যে। কিন্তু অবিশ্বাস্য ব্যাটিং ধসে ২২ রানে শেষ ৭ উইকেট হারিয়ে লক্ষ্যের ধারের কাছেও যেতে পারেনি টাইগার যুবারা।
শনিবার বুলাওয়েয়োতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ‘বি’ গ্রুপের বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের কাছে ১৮ রানে হেরে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ।
ভারত ইনিংসে বৃষ্টি কারণে ৪৯ ওভারে নেমে আসা ম্যাচে আল ফাহাদের ৫ উইকেট শিকারে তাদের ২৩৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ১৭ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ যখন ছিল ৯০ রান, তখন আরেক দফা হানা দেয় বৃষ্টি।
পুনরায় খেলা শুরু হলে ডাকওয়ার্থ-লুইস ও স্টার্ন পদ্ধতিতে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রানের। অর্থাৎ, বৃষ্টির পর ৮ উইকেট হাতে নিয়ে ৭০ বলে ৭৫ রান করতে পারেননি আজিজুলের দল। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ২৮ ওভার ৩ বলে তারা অলআউট হয় ১৪৬ রানে।
২১ ওভার ২ বলে দলীয় ১০৬ রানে কালাম সিদ্দিকীকে (১৫) তুলে নিয়ে বাংলাদেশের ধসের শুরুটা করেন ভিহান মালহোত্রা। এক ওভার পর শেখ পারভেজ জীবনকেও (৭) তুলে নেন এই অফস্পিনার। এর পরের প্রতিটি ওভারেই উইকেট হারায় বাংলাদেশ।
অধিনায়ক আজিজুল ৫১ রান করে সাজঘরে ফেরার পর দলের খাতায় আর ২০ যোগ করতে বাকি ৬ উইকেট হারিয়ে গুটিয়ে যায় দল।
৪ ওভারে ১৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন মালহোত্রা।
টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশকে ইনিংসের তৃতীয় ওভারেই জোড়া সাফল্য এনে দেন ফাহাদ। এরপর বৈভব সূর্যবংশীর একার লড়াইয়ে চাপ সামাল দেয় ভারত। ৭২ রান করা বাঁহাতি এই ওপেনারকে ফিরিয়ে দলকে স্বস্তি দেন ইকবাল হোসেন ইমন।
সূর্যবংশীর বিদায়ের পর দলের হাল ধরেন অভিজ্ঞান কুন্ডু। তবে ৩৯তম ওভারে খেলা বন্ধ হওয়ার আগে ব্যক্তিগত ৬১ রানে জীবন পান বাঁহাতি এই ব্যাটার। শর্ট ফাইন লেগে তার ক্যাচ তালুবন্দি করতে ব্যর্থ হন রিজান আহমেদ।
বৃষ্টির কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর আবার খেলা শুরু হলে আরেকটি জীবন পান কুন্ডু। ৪২তম ওভারে তাকে স্টাম্পিং করতে ব্যর্থ হন উইকেটকিপার ফরিদ হাসান। শেষ পর্যন্ত কুন্ডুর ১১২ বলে ইনিংসটি থামান ফাহাদ। শেষ উইকেট তুলে নিয়ে তিনি পূর্ণ করেন নিজের ৫ উইকেট। বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে যুব বিশ্বকাপের ম্যাচে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েন ডানহাতি এই পেসার।
আগামী মঙ্গলবার নিজেদের পরের ম্যাচে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।















মন্তব্য করুন: