১১ বছর পর বিগ ব্যাশে স্টার্ক, স্মিথের শতকের রেকর্ড
১৬ জানুয়ারি ২০২৬
৪ হাজার ৩৬ দিন পর বিগ ব্যাশ লিগে খেলতে নেমেছিলেন মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগটিতে বাঁহাতি এই পেসারের প্রত্যাবর্তনের দিনে বিগ ব্যাশের ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন স্টিভ স্মিথ।
সিডনির দুই দলের লড়াইয়ে সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নারও। তবে বিধ্বংসী শতককে নিজ দলকে জিতিয়েছেন স্মিথ।
শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নগর প্রতিদ্বন্দ্বী সিডনি থান্ডারের দেওয়া ১৯০ রানের লক্ষ্য ১৬ বল ও ৫ উইকেট হাতে রেখে তাড়া করে সিডনি সিক্সার্স।
লক্ষ্য তাড়ায় চার-ছক্কার ফুলঝুরিতে বিগ ব্যাশ ক্যারিয়ারের চতুর্থ শতকে ১০০ রান করে আউট হন স্মিথ। ম্যাচসেরার পুরস্কার পাওয়া ৪২ বলের ইনিংসে ৯টি ছক্কা ও ৫টি চার মারেন তিনি।
বিগ ব্যাশের ইতিহাসের সর্বোচ্চ ৪ সেঞ্চুরির মালিক এখন স্মিথ। এই কীর্তি গড়ার পথে টুর্নামেন্টের ১৫ মৌসুমের ইতিহাসে এক ওভারে সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ড গড়তে বড় ভূমিকা রাখেন ডানহাতি এই ব্যাটার। রায়ান হ্যাডলির করা দ্বাদশ ওভারে রান আসে ৩২, যার মধ্যে টানা ৪টি ছক্কা, এক চার ও একটি ডাবলে ৩০ রান নেন স্মিথ। বাকি ২ রান আসে অতিরিক্ত থেকে।
লক্ষ্য তাড়ায় বাবর আজমের সঙ্গে ১৪১ রানের রেকর্ড উদ্বোধনী জুটিতে দলকে জয়ের ভিত গড়ে দেন স্মিথ। সিক্সার্সের হয়ে এতদিন সর্বোচ্চ উদ্বোধনী জুটিটি ছিল ব্র্যাড হ্যাডিন ও মাইকেল লাম্বের, ১২১ রানের।
৪৭ রান করা বাবরের বিদায়ে এই জুটি ভাঙার পর ৪১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন স্মিথ।
দুর্দান্ত অ্যাশেজ সিরিজ কাটিয়ে এদিন সিক্সার্সের হয়ে মাঠে নামেন স্টার্ক। ২০১৪ সালের ডিসেম্বরে টুর্নামেন্টে খেলা নিজের সবশেষ ম্যাচেও এই দলের হয়ে খেলেছিলেন আগামী ৩০ জানুয়ারি ৩৬ বছর বয়সে পা দিতে যাওয়া এই পেসার। প্রত্যাবর্তনের ম্যাচে ৩১ রানে ১ উইকেট নেন তিনি।
থান্ডারের ইনিংসকে বলতে গেলে একাই টানেন অধিনায়ক ওয়ার্নার। এক প্রান্ত আগলে রেখে আগ্রাসী মেজাজে ব্যাট চালিয়ে ৬১ বলে বিগ ব্যাশে নিজের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার। শেষ পর্যন্ত তিনি ৬৫ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১১০ রানে অপরাজিত থাকেন।















মন্তব্য করুন: