সাকিবের অবসর নিয়ে টাইগার হেড কোচ হাথুরুসিংহ।
দক্ষিণ আফ্রিকাকে সাকিব তার সে শেষ সিরিজ বলায় আমরা সবাই অবাক হয়েছি। আর আপনি তো সাকিবের মতো হুবহু বিকল্প খুঁজে পাবেন না ▷ ১ অক্টোবর ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন আজকে আমরা যা করেছি, এটার পুনরাবৃত্তি করা যাবে না। যা হয়েছে এই মুহূর্তে তা নিয়ে কথা বলা কঠিন… এটা লজ্জাজনক ▷ আমরা কিছু মিস করছি। ইংলিশ প্রিমিয়ার লিগেও মিস হয়। ফলে এটা আমাদের মেনে নিতে হবে। এটা আমাদের জন্য খারাপ দিন ছিল। তবে আমাদের জেতা উচিত ছিল ▷ রিয়াদ ভাই, আপনার পাশে খেলা এবং আপনার কাছ থেকে শেখা আমার জন্য সৌভাগ্যের।… খেলার প্রতি আপনার নিষ্ঠা, স্থিতিস্থাপকতা এবং ভালোবাসার জন্য জাতি আপনার কাছে ঋণী ▷ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।… সবকিছুর সমাপ্তি সবসময় নিখুঁত হয় না। তবে হ্যাঁ বলতে হয় এবং সামনে এগিয়ে যেতে হয় ▷
মন্তব্য করুন: