বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের খেলার সম্ভাবনা প্রসঙ্গে প্রোটিয়া অধিনায়ক মারক্রাম।
আমার মনে হয় না, এটি (চ্যাম্পিয়নশিপের ফাইনালের সুযোগ) বাড়তি কোনো চাপ যোগ করে। রোমাঞ্চকর একটি সুযোগ হতে পারে। আমরা এভাবেই দেখতে চাচ্ছি ▷ ২৮ অক্টোবর ২০২৪ মন্তব্য করুন: আরো পড়ুন আমার জীবন পুরোপুরি বদলে নেওয়ার সিদ্ধান্তটি নেওয়ার জন্য স্রেফ তিনটি দিন পেয়েছিলাম ▷ আমার মতে এটা অন্যায়। খুবই অন্যায্য একটা পরিস্থিতি, বিশেষ করে এটা যখন একটা ব্যক্তিগত পুরস্কার। ভিনিসুস যা করেছে, তার প্রাপ্য ছিল অন্যরকম স্বীকৃতি ▷ চাপ হয়তো কেউ কেউ নিতে পারে, কেউ কেউ নির্ভার থেকে নিজের কাজ করে যেতে পারে। আমি সবসময় নির্ভার থেকে নিজের কাজ করার চেষ্টা করি ▷ আমিও ভালো করিনি। আমি যদি ভালো করতাম, যে জিনিসটা দল প্রত্যাশা করে, ৬-৭ উইকেট নেব, ম্যাচ জেতাব। কিন্তু আমি প্রথম ইনিংসে শুরুর দিকে উইকেট নিতে পারিনি ▷
মন্তব্য করুন: