১০ বছর নয়, আরও আগেই প্রিমিয়ার লিগ জিতবে ম্যানইউ: আমুরি

২০ ডিসেম্বর ২০২৫

১০ বছর নয়, আরও আগেই প্রিমিয়ার লিগ জিতবে ম্যানইউ: আমুরি

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রুবেন আমুরি জানিয়েছেন, ক্লাবটির কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসন যতটা দীর্ঘ সময়ের আশঙ্কা করছেন, তার চেয়ে আরও আগেই প্রিমিয়ার লিগ শিরোপা জিতবে দলটি।

২০১৩ সালে ফার্গুসনের শেষ মৌসুমে নিজেদের ২০তম লিগ শিরোপা জেতে ইউনাইটেড। তবে এই কিংবদন্তি কোচের বিদায়ের পর গত এক যুগে লিগে কোনো শিরোপাই জেতেনি ইংলিশ ফুটবলের অন্যতম সফল দলটি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফার্গুসন জানান, তার মতে লিভারপুল যেভাবে ৩০ বছর লিগ শিরোপাহীন ছিল, ইউনাইটেডও এখন একই পরিস্থিতিতে রয়েছে। ওল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়ার লিগের ট্রফি ফিরতে আরও ১০ থেকে ১১ বছর লেগে যেতে পারে।

তবে বর্তমান কোচ আমুরি আত্মবিশ্বাসী যে, এত দীর্ঘ সময় লাগবে না।

তিনি ফুটবল, বিশেষ করে ইংলিশ ফুটবল আমার চেয়ে বেশি বোঝেন। আমার মনে হয় লিগ জিততে আমাদের অতটা সময় লাগবে না।

আমি জানি না তখন এখানে কোন ম্যানেজার থাকবেন, তবে আমি সত্যিই বিশ্বাস করি যে আগামী কয়েক বছরের মধ্যেই আমরা শিরোপার জন্য লড়াই করতে পারব। আমার মনে হয় এতে অনেক বছর সময় লাগবে না। তবে আপনি কখনোই নিশ্চিতভাবে কিছু বলতে পারেন না।

রোববার দুর্দান্ত ছন্দে থাকা অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট তালিকার ছয় নম্বরে থাকা ইউনাইটেড। এই ম্যাচে প্রথম দলের ছয় ফুটবলারকে পাবেন না আমুরি।

চোটের কারণে মাঠের বাইরে আছেন ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়াইর ও মাথিয়াইস ডি লিট। এক ম্যাচের নিষেধাজ্ঞায় আছেন মিডফিল্ডার কাসেমিরো। আর জাতীয় দলের হয়ে আফ্রিকান কাপ অব নেশন্স খেলতে দল ছেড়েছেন আক্রমণভাগের আমাদ দিয়ালো ও ব্রায়ান এমবুমো এবং রক্ষণভাগের নুসাইর মাজরাউই।

মন্তব্য করুন: