অ্যাশেজ হেরে ভুল স্বীকার ইংল্যান্ড কোচের

২১ ডিসেম্বর ২০২৫

অ্যাশেজ হেরে ভুল স্বীকার ইংল্যান্ড কোচের

অস্ট্রেলিয়ার কাছে টানা তৃতীয় টেস্ট হেরে অ্যাশেজ পুনরুদ্ধারের স্বপ্ন ভঙ্গ হওয়ার পর নিজের ভুল স্বীকার করেছেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম। দলের প্রস্তুতিতে ত্রুটি ছিল বলে মনে করছেন তিনি।

অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের নামমাত্র প্রস্তুতি এবং পর্যাপ্ত ট্যুর ম্যাচ না খেলা নিয়ে সাবেক খেলোয়াড় ও বিশেষজ্ঞরা কঠোর সমালোচনা করেছিলেন। দুই ম্যাচ বাকি থাকতেই অ্যাশেজ হারের পর এখন ম্যাককালামের ভূমিকা বড় ধরণের প্রশ্নের মুখে পড়েছে।

রোববার অ্যাডিলেইডে সিরিজের তৃতীয় টেস্টে ৮২ রানে হারের পর ইংল্যান্ড কোচ বিবিসিকে বলেন, “হেরে যাওয়াটা হতাশাজনক। আমি নিশ্চিত যে অনেক প্রশ্ন উঠবে এবং সেটাই হওয়া উচিত।

আমরা সবকিছু ঠিকঠাক করতে পারিনি। একজন কোচ হিসেবে আমিও সবকিছু ঠিক করতে পারিনি এবং আমি তা নির্দ্বিধায় স্বীকার করছি।

পার্থে সিরিজ শুরুর আগে নিজেদের দল ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ইংল্যান্ড। ব্রিসবেনে দিবা-রাত্রির টেস্টের আগে প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে তাদের দুই দিনের গোলাপি বলের ম্যাচ খেলার থাকলেও সেখানে কেবল অ্যাশেজ দলের তিনজন খেলেন।

সিরিজের প্রথম দুই ম্যাচে বাজেভাবে হারের পর আর কোনো ম্যাচ অনুশীলন না করার সিদ্ধান্ত নিয়েছিল ইংলিশরা। এমনকি ব্রিসবেন টেস্টে হারের পর ম্যাককালাম জানিয়েছিলেন, তার দল অতিরিক্ত অনুশীলন করে ফেলেছিল।

গত বছর ভারত ও পাকিস্তান সফরের সময়ও তাদের প্রস্তুতি অনেকটা এমনই ছিল।

দলের প্রস্তুতি প্রসঙ্গে ম্যাককালাম বলেন, “আমাদের যে দৃঢ় বিশ্বাস এবং প্রস্তুতি ছিল সে ব্যাপারে আমি খুব অনড় ছিলাম। আমাদের জন্য এটি ছিল দেশের বাইরে সফল হওয়া সিরিজগুলোতে আমরা যা করেছি সেটিরই পুনরাবৃত্তি করার চেষ্টা করা।

হয়তো আমরা সেটা ঠিকঠাক করতে পারিনি এবং আমি তা স্বীকার করব। শেষ পর্যন্ত আপনার দলকে কীভাবে প্রস্তুত করবেন এবং তাদের কীভাবে তৈরি করবেন তার জন্য আপনিই দায়বদ্ধ।

অ্যাডিলেইড টেস্টের শেষ দুই দিন ইংল্যান্ড অনেক ভালো ক্রিকেট খেলেছে বলে দাবি করেন ম্যাককালাম। তবে তিনি স্বীকার করেন, ম্যাচের প্রতিটি বিভাগেই সফরকারীরা স্বাগতিকদের কাছে পরাস্ত হয়েছে।

অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিতেই হয়। গত কয়েক বছরে আমি যত দল দেখেছি, এর মধ্যে তারা অন্যতম নিখুঁত একটি দল হিসেবে খেলেছে। তারা পুরো সময় আমাদের চাপে রেখেছে। গত তিনটি টেস্ট ম্যাচে আমাদের কেবল কিছু মুহূর্ত ছিল, যেখানে আমাদের মনে হয়েছে আমরা আধিপত্য বিস্তার করছি।

আগামী শুক্রবার মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্ট শুরু হবে।

মন্তব্য করুন: