টি-টুয়েন্টি বিশ্বকাপের ২ মাস আগে নতুন অধিনায়ক পেল শ্রীলঙ্কা
১৯ ডিসেম্বর ২০২৫
টি-টুয়েন্টি বিশ্বকাপের দুই মাসেরও কম সময় আগে চারিত আসালাঙ্কাকে সরিয়ে টুর্নামেন্ট পর্যন্ত শ্রীলঙ্কা দলের নেতৃত্ব দেওয়া হয়েছে দাসুন শানাকাকে।
আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের দশম আসরের জন্য শুক্রবার ২৫ সদস্যে প্রাথমিক দল ঘোষণা করে শ্রীলঙ্কা। সেখানেই নতুন প্রধান নির্বাচক শানাকাকে টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়ার কথা জানান।
গত মাসে পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হওয়া ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের আগে অসুস্থতার কারণে দেশে ফিরে যান তখনকার অধিনায়ক আসালাঙ্কা। সে সময় তার পরিবর্তে সিরিজে লঙ্কানদের নেতৃত্ব দেন শানাকা।
জিম্বাবুয়ের কাছে হার দিয়ে সিরিজ শুরু করা শ্রীলঙ্কা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে উঠেছিল। কিন্তু শিরোপা লড়াইয়ে স্বাগতিক পাকিস্তানের কাছে হেরে যায় তারা।
নেতৃত্ব হারালেও বিশ্বকাপের প্রাথমিক দলে আছেন আসালাঙ্কা। চলতি বছর ১২ ইনিংসে ১২২ স্ট্রাইক রেটে ১৫৬ করেছেন এই বাঁহাতি ব্যাটার। তার নেতৃত্ব হারানোর পেছনে সাম্প্রতিক ছন্দহীনতাকে কারণ হিসেবে দেখা হচ্ছে।
গত বছর টি-টুয়েন্টির অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া আসালাঙ্কার নেতৃত্বে ২৫ ম্যাচের মধ্যে ১১টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা, হেরেছে ১২টিতে।
এর আগে পূর্ণ মেয়াদে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত শ্রীলঙ্কার টি-টুয়েন্টি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন শানাকা। এই পেস অলরাউন্ডারের নেতৃত্বে ২০২২ সালের টি-টুয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ জিতেছিল দেশটি। সব মিলিয়ে তার নেতৃত্বে ৫৩ ম্যাচের মধ্যে ২৪টিতে জয় পায় লঙ্কানরা, হার ২৭টিতে।















মন্তব্য করুন: