যে কারণে ভারতের বিশ্বকাপ দল থেকে বাদ গিল

২০ ডিসেম্বর ২০২৫

যে কারণে ভারতের বিশ্বকাপ দল থেকে বাদ গিল

ভারতের টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে শুভমান গিলের বাদ পড়ার বিষয়টি। গত আগস্টে দেশটির এই ফরম্যাটের সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া এই ব্যাটারকে বাদ দেওয়ার কারণ হিসেবে টিম কম্বিনেশনের কথা জানিয়েছেন অধিনায়ক ও প্রধান নির্বাচক।

আগামী বছর ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের দশম আসরের প্রথম দল হিসেবে শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে ভারত। গিল ছাড়াও বাদ পড়েছেন দেশটির হয়ে সবশেষ সাতটি টি-টুয়েন্টি খেলা উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মা।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে দুই বছর পর দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার ইশান কিশান। এছাড়াও জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়া রিংকু সিং।

গিলকে বাদ দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রধান নির্বাচক অজিত আগারকার জানান, বিশ্বকাপে ওপেনিংয়ে একজন উইকেটকিপারকে চায় টিম ম্যানেজমেন্ট।

এটা মূলত আমরা কোন ধরনের কম্বিনেশন নিয়ে খেলতে চাই অথবা টিম ম্যানেজমেন্ট কীভাবে খেলাতে স্বাচ্ছন্দবোধ করে। আমাদের মনে হয়েছে, ভিন্ন কম্বিনেশন নিয়ে খেলার জন্য অন্য যেকোনো জায়গার চেয়ে এই মুহূর্তে উপরের দিকে একজন কিপার আমাদেরকে বেশি দৃঢ়তা দেবে।

এখানে আমরা কেবল ১৫ জনকেই নিতে পারতাম। কাউকে না কাউকে বাদ পড়তেই হতো। এটা সে (গিল)। তার মানে এই নয় যে সে ভালো খেলোয়াড় নয়।

ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক গিল টি-টুয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ দিয়ে দলে ফেরার পর চলতি বছর খেলা ১৫ ইনিংসে কোনো ফিফটির দেখা পাননি। ২৪ দশমিক ২৫ গড় ও ১৩৭ স্ট্রাইক রেটে ২৯১ রান করেছেন, সর্বোচ্চ ৪৭। তার কারণে ওপেনিংয়ে জায়গা হারান উইকেটকিপার-ব্যাটার সাঞ্জু স্যামসন।

নির্বাচকের সূরেই কথা বলেন অধিনায়ক সূর্যকুমার যাদবও। ইশান ও রিংকুর দলে অন্তর্ভুক্তির কারণও ব্যাখ্যা করেন তিনি।

এটা তার ফর্ম অথবা অন্য কিছুর জন্য নয়। এটা স্রেফ কম্বিনেশনের জন্য। আমরা উপরের দিকে একজন কিপার চেয়েছিলাম। ভিন্ন কম্বিনেশনের জন্য আমরা রিংকু সিং অথবা ওয়াশিংটন সুন্দরের মতো একজনকে নিচের দিকে চেয়েছিলাম। সে জন্য আমরা উপরের দিকের জন্য একজন বাড়তি উইকেটকিপার নিয়েছি।

মন্তব্য করুন: