অ্যাশেজ জয়ের পর মেলবোর্ন টেস্টে কামিন্সের খেলা নিয়ে শঙ্কা
২১ ডিসেম্বর ২০২৫
ব্যাট-বলের দুর্দান্ত নৈপুণ্যে ১১ দিনে এবারের অ্যাশেজ সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরেছিলেন প্যাট কামিন্স। তা হয়ে যাওয়ায় মেলবোর্নে শুরু হতে যাওয়া সিরিজের চতুর্থ ম্যাচে নিজের খেলা নিয়ে অনিশ্চয়তার কথা নিজেই জানিয়েছেন অজি অধিনায়ক। একই সঙ্গে সিরিজের বাকি অংশে চোটে পড়া স্পিনার ন্যাথান লায়নকে পাওয়া নিয়েও শঙ্কার কথা জানিয়েছেন তিনি।
রোববার অ্যাডিলেইডে তৃতীয় টেস্টের পঞ্চম দিন ইংল্যান্ডকে ৮২ রানে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।
পিঠের চোট থেকে সেরে ওঠার পর সাড়ে পাঁচ মাসের মধ্যে এটি ছিল কামিন্সের প্রথম কোনো ম্যাচ। দারুণ বোলিংয়ে দুই ইনিংসে নেন তিনটি করে মোট ৬ উইকেট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডানহাতি এই পেসার জানান, ম্যাচটি তিনি ভালোভাবে শেষ করেছেন। তবে পরপর টেস্ট খেলা তার জন্য সবসময়ই অনিশ্চিত ছিল।
“আমি সত্যিই ভালো অনুভব করছি। তবে সিরিজের বাকি অংশ নিয়ে আমরা অপেক্ষা করব এবং দেখব। অ্যাশেজ জেতার জন্য আমাদের প্রস্তুতি বেশ আক্রমণাত্মক ছিল। এখন যেহেতু সিরিজ জয় হয়ে গেছে, তাই মনে হতে পারে যে কাজ শেষ হয়েছে এবং এখন ঝুঁকিটা নতুন করে মূল্যায়ন করতে হবে।”
“আমরা আগামী এক–দুদিনের মধ্যে এটি ঠিক করব। আমার মনে হয় না আমি মেলবোর্নে খেলব। তারপর আমরা সিডনি নিয়ে কথা বলব। তবে অবশ্যই সিরিজের আগে আমাদের ভাবনাটা ছিল যে, যতক্ষণ সিরিজটি চলমান আছে ততক্ষণ আমরা ঝুঁকি নেব এবং চেষ্টা করব। এখন যেহেতু এটি শেষ হয়েছে, আমার মনে হয় আমাদের এ নিয়ে আলোচনা করা দরকার।”
এদিন ১৪তম ওভারে ফিল্ডিংয়ের সময় ডাইভ দিয়ে বল আটকানোর সময় ডান হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে মাঠ ছাড়েন লায়ন। আগের দিন শেষ বেলায় ইংল্যান্ডের তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচ জয়ে ভূমিকা রাখা এই অফ স্পিনার পরে আর মাঠে নামতে পারেননি। ম্যাচ শেষে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা যায় তাকে।
লায়নের চোট প্রসঙ্গে কামিন্স বলেন, “এটি খুব একটা ভালো দেখাচ্ছে না। আমি এখনও জানি না। কিন্তু কাউকে ক্রাচে ভর দিয়ে থাকতে দেখলে এক সপ্তাহ পরের টেস্ট ম্যাচের জন্য তা খুব একটা ভালো ইঙ্গিত দেয় না। গ্যাজের (লায়ন) পরিবর্তন প্রায় অসম্ভব। দরকারের সময় উইকেট নেওয়া, একই সাথে একটি ইনিংস নিয়ন্ত্রণ করার ক্ষমতা সত্যিই গুরুত্বপূর্ণ। তাই তাকে প্রতিস্থাপন করা কঠিন হবে।”
এর আগে ২০২৩ সালের অ্যাশেজে লর্ডসে দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করার সময় দৌড়াতে গিয়ে ডান পায়ের কাফ পেশিতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন লায়ন।
আগামী শুক্রবার মেলবোর্নে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। সিডনিতে পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে ৪ জানুয়ারি।















মন্তব্য করুন: