গিলকে ছাড়াই টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত
২০ ডিসেম্বর ২০২৫
শিরোপা ধরে রাখার অভিযানে শুভমান গিলকে ছাড়াই ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারত। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে দুই বছর পর দলে ফিরেছেন ইশান কিশান।
শনিবার প্রথম দল হিসেবে টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করে সহ-আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এই দল নিয়েই ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে তারা। নতুন সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন অক্ষর প্যাটেল।
ভারতের ওয়ানডে ও টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা গিলকে গত আগস্টে এশিয়া কাপের আগে টি-টুয়েন্টি দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল।
এরপর থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টুয়েন্টি ছাড়া ভারতের হয়ে বাকি টি-টুয়েন্টিগুলোতে খেলেছিলেন গিল। তবে ব্যাট হাতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। ১৫ ইনিংসে ১৩৭ দশমিক ২৬ স্ট্রাইক রেটে করেছেন ২১২ রান, নেই কোনো ফিফটি।
দলে জায়গা হয়নি ভারতের হয়ে সবশেষ ৭ টি-টুয়েন্টির সবকটিতে খেলা উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মার।
২০২৩ সালের নভেম্বরে জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন ইশান। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুয়াহাটিতে টি-টুয়েন্টি খেলার পর থেকে জাতীয় দলের জার্সিতে আর নামার সুযোগ পাননি এই উইকেটকিপার-ব্যাটার। এরপর শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত বছর বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন তিনি।
সদ্য শেষ হওয়া ভারতের টি-টুয়েন্টির ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন ইশান। ঝাড়খন্ডকে নেতৃত্ব দিয়ে ১০ ম্যাচে প্রায় দুইশ স্ট্রাইক রেটে করেছেন টুর্নামেন্ট সর্বোচ্চ ৫১৭ রান। হাঁকিয়েছেন দুটি করে সেঞ্চুরি ও ফিফটি। ফাইনালে ১০১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছেন শিরোপাও।
ইশান ছাড়াও দলে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়া রিংকু সিং।
আগামী বছর ৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে টি-টুয়েন্টি বিশ্বকাপের দশম আসর। উদ্বোধনী দিনের তৃতীয় ম্যাচে মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ভারত। ‘এ’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়নদের বাকি তিন প্রতিপক্ষ নামিবিয়া (১২ ফেব্রুয়ারি), পাকিস্তান (১৫ ফেব্রুয়ারি) ও নেদারল্যান্ডস (১৮ ফেব্রুয়ারি)।
টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত দল:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিংকু সিং, যশপ্রীত বুমরাহ, হার্শিত রানা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, ইশান কিশান।
[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে।]















মন্তব্য করুন: