সান্তিয়াগো বের্নাবেউয়ে রিয়ালের বিপক্ষে নামার আগে গুরু গুয়ার্দিওলাকে ফোন করেন আর্তেতা।
আজ সকালে আমি পেপকে ফোন করেছিলাম, কারণ আমি আজ এখানে তার কারণেই। খেলোয়াড় ও কোচ হিসেবে তিনি আমার জন্য সবসময়ই অনুপ্রেরণা ছিলেন ▷ ১৭ এপ্রিল ২০২৫ মন্তব্য করুন: আরো পড়ুন ভালো ক্রিকেট খেললেই হবে না, স্মার্ট ক্রিকেট খেলতে হবে। স্মার্ট ক্রিকেট খেললে অনেক কিছুই সম্ভব ▷ আমার বিশ্বাস ছিল, কলম্বোর উইকেটের জন্য ওর বোলিংটা উপযুক্ত হবে।… এই ম্যাচে আমার পরিকল্পনাই ছিল, আর কেউ খেলুক না খেলুক, মাহেদী খেলবে ▷ হয়তো শেষের ১৫ মিনিট বাজে খেলাটা আমাদের জন্য ভালোই হয়েছে। এসব থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং পরেরবার আরও অনেক সতর্ক থাকতে হবে ▷ ওরা খুব ভালো খেলছিল আর আমাদের তখন উইকেট দরকার ছিল। আমি তানভীরকে বলেছি আমাদের উইকেট দরকার, ইতিবাচক থাকে যেন। এ ছাড়া আমরা জিততে পারব না ▷
মন্তব্য করুন: