শ্রীলঙ্কায় সিরিজ জয়ী দলই থাকছে পাকিস্তানের বিপক্ষে
১৭ জুলাই ২০২৫

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আনা হয়নি। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে প্রথমবারের মতো দেশটির বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জেতা দলটি থাকছে পরের সিরিজেও।
বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য ১৬ সদস্যের অপরিবর্তিত দল ঘোষণা করে বিসিবি।
বুধবার রাতে কলম্বোয় বল হাতে শেখ মাহেদী হাসানের নৈপুণ্যের পর ব্যাট হাতে তানজিদ হাসান তামিমের তাণ্ডবে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারায় বাংলাদেশ। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে অধিনায়ক লিটন দাসের ফিফটিতে ৮৩ রানের জয় পেয়েছিল সফরকারীরা। বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরে লিটনের দল।
তিন ম্যাচে ১১৪ রান করে সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অধিনায়ক লিটন। আর এক ম্যাচ খেলেই ৪ উইকেট শিকার করেন মাহেদী।
সিরিজ খেলতে বুধবার বাংলাদেশে এসেছে পাকিস্তান। আগামী রোববার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টি-টুয়েন্টি। একই ভেন্যুতে পরের দুই ম্যাচ হবে ২২ ও ২৪ জুলাই। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
পাকিস্তানের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন।
মন্তব্য করুন: