দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু নিউ জিল্যান্ডের

১৬ জুলাই ২০২৫

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু নিউ জিল্যান্ডের

শুরুর ধাক্কা সামলে টিম রবিনসন ও বেভন জ্যাবকসের শতরানের জুটিতে বড় সংগ্রহ পেয়েছিল নিউ জিল্যান্ড। রান তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে এবং বড় জুটি গড়তে ব্যর্থ হয়ে ম্যাচ হেরে গেছে দক্ষিণ আফ্রিকা। ২১ রানের জয়ে ত্রিদেশীয় সিরিজে যাত্রা শুরু করেছে কিউইরা।

বুধবার হারারাতে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭৩ রান তোলে নিউ জিল্যান্ড। জবাবে ১০ বল আগে ১৫২ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

ব্যাট হাতে কিউইদের উড়ন্ত সূচনা এনে দেন টিম সাইফার্ট। কিন্তু ২২ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে তৃতীয় ওভারে ২৭ রানের উদ্বোধনী জুটি ভাঙেন লুঙ্গি এনগিডি। পরের ওভারে সাজঘরের পথ দেখেন ডেভন কনওয়ে (৯)। এক প্রান্তে রবিনসন বোলারদের ওপর আগ্রাসন চালালেও অপরপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পতনে ১০ ওভারের আগেই ৫ উইকেট হারায় নিউ জিল্যান্ড।

এরপর অভিষিক্ত জ্যাকবসকে নিয়ে পাল্টা আক্রমণে দলকে চাপ মুক্ত করেন রবিনসন। ষষ্ঠ উইকেটে গড়েন ১০৩ রানের জুটি, যা এই উইকেটে দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ক্যারিয়ার সেরা ইনিংসে ৫৭ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন ম্যাচসেরা রবিনসন। জ্যাকবস অপরাজিত থাকেন ৪৪ রানে।

রান তাড়ায় শুরুটা ভালো হয় দক্ষিণ আফ্রিকার। তবে লুহান ড্রে-প্রিটোরিয়াসকে (২৭) ফিরিয়ে ৩৪ রানের জুটি ভাঙেন ম্যাট হেনরি। এরপরই ধস নামে প্রোটিয়া ব্যাটিং-অর্ডারে। ৬২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা।

তবে আগ্রাসী ব্যাটিংয়ে দলকে ম্যাচে ফেরানোর আভাস দেন ডেওয়াল্ড ব্রেভিসের। কিন্তু ১৮ বলে ৩৫ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে সেই আশা শেষ করে দেন হেনরি। এরপর আর কোনো বড় জুটি না হওয়ায় ১৮ ওভার ২ বলে শেষ হয় প্রোটিয়া ইনিংস। ৩টি করে উইকেট নেন হেনরি ও জ্যাকব ডাফি।

শুক্রবার একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড।

মন্তব্য করুন: