শেষ টি-টুয়েন্টি থেকে বাদ পড়লেন মিরাজ

১৬ জুলাই ২০২৫

শেষ টি-টুয়েন্টি থেকে বাদ পড়লেন মিরাজ

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জয়ের অভিযানে মেহেদী হাসান মিরাজকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ। ডানহাতি এই অলরাউন্ডারের জায়গায় একাদশে এসেছেন শেখ মাহেদী হাসান। এছাড়াও একাদশে ফিরেছেন তানজিম হাসান সাকিব।

বুধবার কলম্বোয় সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতেও টস হেরেছে বাংলাদেশ। তবে এবার আগে বোলিং করবে লিটন দাসের দল। মোহাম্মদ সাইফউদ্দিনের বদলে দলে এসেছেন তানজিম। প্রথম ম্যাচ খেললেও দ্বিতীয় ম্যাচে একাদশের বাইরে ছিলেন এই পেস অলরাউন্ডার।

সিরিজের প্রথম দুই ম্যাচে বল হাতে দুই উইকেট নেওয়া মিরাজ ব্যাট হাতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। প্রথম ম্যাচে ২৩ বলে ২৯ রান করে ফেরার পর দ্বিতীয় ম্যাচে দলের চাপ বাড়িয়ে সাজঘরের পথ দেখেন ১ রান করে।

অন্যদিকে চার টি-টুয়েন্টি পর একাদশে জায়গা পাওয়া মাহেদী সবশেষ পাকিস্তান সফরে দলের হয়ে মাঠে নেমেছিলেন। গত মে মাসে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বল হাতে ১ উইকেট নিয়েছিলেন তিনি।

সিরিজের প্রথম ম্যাচে ব্যাট-বলের হতশ্রী পারফরম্যান্সে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্বাগতিকদের ৮৩ রানে হারিয়ে সিরিজে সমতায় ফেরে লিটনের দল।

তৃতীয় টি-টুয়েন্টিতে বাংলাদেশ একাদশ:

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন: